More

Social Media

Light
Dark

রাহুল-রোহিত, সবার মন জিতে নেয়া জুটি

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাবেন রাহুল দ্রাবিড়, সেটা জানা ছিল আগেই। তবে বিশ্বকাপ জিতে যেভাবে নিজের বিদায় রাঙিয়ে তুললেন তিনি সেটা মনে রাখার মতই। তাঁর পাশাপাশি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা নিজেও।

দু’জন অভিভাবকের বিদায়ে স্বাভাবিকভাবেই বেদনার ছায়া পড়েছে পুরো টিম ম্যানেজম্যান্টের হৃদয়ে। এমনই একজন দলটির ফিজিও কমলেশ জাইন। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে নোট লিখে রোহিত ও দ্রাবিড়ের প্রতি ভালবাসার কথা জানান দিয়েছেন তিনি।

কমলেশ লিখেছেন, ‘দুজন নিঃস্বার্থ মানুষের মাঝে এতদিন স্যান্ডউইচ হয়েছিলাম আমি। তাঁদের ক্রিকেটীয় অর্জন, রান, ক্যাচ, নেতৃত্বগুণ সবকিছু নিয়েই আমি লিখতে চাই। তবে যে ব্যাপারটা সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সেটা হলো অন্যের মতামতের প্রতি তাঁদের সম্মান দেয়া। প্রত্যেক ব্যক্তিকে তাঁরা গুরুত্ব দিতেন – যা তাঁদের আলাদা করেছে।’

ads

তিনি আরো যোগ করেন, ‘প্রতিটা মিটিংয়ে, প্রতিটি আলোচনায় তাঁরা দলকে সবার আগে রাখতেন। তাঁদের হৃদয় যেমন স্বর্গীয়, তেমনি তাঁরা জ্ঞানে ভরপুর। কিভাবে দলের উন্নতি করা যায়, কিভাবে সবার সেরাটা বের করে আনা যায় তা নিয়ে দিনের পর দিন অগণিত সময় কাটিয়েছেন।’

তাঁর পোস্ট অনুযায়ী, ম্যাচ জিতলেও রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় সন্তুষ্ট হতেন না, বরং কোথায় কোথায় দুর্বলতা আছে সেসব চিহ্নিত করতেন বসে বসে। নিজেদের ব্যক্তিগত মাইলফলকের কথা ভুলে বৃহত্তর স্বার্থে পরিকল্পনা করতেন তাঁরা।

তাই তো বিদায় লগ্নে দাঁড়িয়ে দুই মহারথীকে অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন টিম ইন্ডিয়ার এই ফিজিও। তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেটে যেই অবদান তাঁরা রেখেছেন সেজন্য আজীবন তাঁদের স্মরণে রাখা হবে। সমাপ্তি রেখায় দাঁড়িয়ে আমি শুধু বলতে পারি হ্যাটস অফ এবং স্যালুট রোহিত ও রাহুল স্যার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link