More

Social Media

Light
Dark

রাজস্থানের ‘দেয়াল’ হবেন রাহুল দ্রাবিড়

ভারত জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর থেকে একরকম ভবঘুরে হয়েই ঘুরছেন রাহুল দ্রাবিড়, সেজন্য গণমাধ্যমের কাছে মজা করে চাকরি খুঁজে দেয়ার আবদারও করেছিলেন তিনি। এবার সেই আবদারই যেন সত্যি হতে চলেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের নতুন কোচ হিসেবে দেখা যেতে পারে তাঁকে।

গত কয়েক মৌসুম ধরেই রাজস্থান রয়্যালসের প্রধান কোচের পদ শূন্য, সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে অনেকে প্রধান কোচ ভেবে ভুল করলেও তিনি মূলত ডিরেক্টর অব ক্রিকেট পদে আছেন। অন্যদিকে, শেন বন্ড এবং ট্রেভর প্যানি সহকারী কোচের দায়িত্ব পালন করেন।

কিন্তু ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট সম্প্রতি চাকরি ছেড়েছেন, ফলে তাঁর জায়গা পূরণে উঠেপড়ে লেগেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিভিন্ন সূত্রমতে, তাঁরা সাঙ্গাকারাকে ওয়ানডে ও টি-টোয়েন্টির কোচ হিসেবে দেখতে চান; আবার সাঙ্গাকারা নিজেও তাঁদের প্রস্তাবে ইতিবাচক।

ads

এখনই চূড়ান্ত হয়নি কিছু , তবে কিংবদন্তি এই উইকেটরক্ষক যদি রাজস্থানকে বিদায় বলে দেন তাহলে দরজা খুলে যাবে রাহুল দ্রাবিড়ের জন্য। দলটির সঙ্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতাও রয়েছে তাঁর, ২০১৪ সালের পর থেকে লম্বা একটা সময় মেন্টর এবং কোচ হিসেবে রয়্যালস পরিবারের সঙ্গে ছিলেন তিনি।

ইসিবির আগ্রহের ব্যাপারে লঙ্কান তারকা বলেন, ‘আমি শুনেছি কিছু কারণে আমার নাম আলোচনায় এসেছে। ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব পাওয়াটা যে কারও জন্য রোমাঞ্চের ব্যাপার। তবে সেখানে অনেক যোগ্য প্রার্থীরা রয়েছেন। আপাতত আমি আমার অবস্থানে সন্তুষ্ট আছি।’

ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি এর সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে তাঁর; এছাড়া আইপিএলের সুবাদেই ইংলিশদের সাদা বলের অধিনায়ক জস বাটলারের সঙ্গেও অনেকদিন কাজ করেছেন তিনি। আর সেজন্যই তাঁকে ইংল্যাল্ডের কোচ হিসেবে আর দ্রাবিড়কে রাজস্থানের কোচ হিসেবে দেখার সম্ভাবনা প্রবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link