More

Social Media

Light
Dark

প্রশ্নের মুখে পিসিবির মেডিকেল প্যানেল

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবির) সামগ্রিক মেডিক্যাল প্যানেল নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি খেলোয়াড় আকিব জাভেদ। খেলাধুলার ইনজুরি সম্পর্কে আদৌ কোনো ধারণা পিসিবির মেডিকেল প্যানেলের আছে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ১৯৯২ এর বিশ্বকাপজয়ী দলের এই পেসার।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরি সমস্যা পাকিস্তান ক্রিকেট দলকে বেশ ভালোভাবেই ভুগিয়েছে। ফখর জামান,শাহীন শাহ আফ্রিদির মতো খেলোয়াড়েরা টুর্নামেন্টের বিভিন্ন সময়ে ইনজুরিতে পড়েছে। যদিও বিশ্বকাপ শুরুর পূর্বেই এই দুই খেলোয়াড় বিশ্বকাপে খেলার মতন ফিট নন বলে জানিয়েছিল পিসিবির মেডিকেল বোর্ড। কারণ ফখর এবং শাহীন দুজনই তখন তাদের নিজ নিজ ইনজুরি থেকে ফেরার জন্য রিহ্যাবিলিটেশন এ ছিল বলেও জানিয়েছিল মেডিকেল বোর্ড।

প্রাথমিক স্কোয়াডে না থাকলেও পরবর্তীতে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে যান ফখর জামান। পরে মাত্র এক ম্যাচ খেলেই আবারও ইনজুরিতে পরে ছিটকে যান পুরো বিশ্বকাপ থেকেই। নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ম্যাচেও ফখর পুরোপুরি ফিট ছিলেন না এমনকি তার সমস্যা স্পষ্টভাবেই চোখে পড়ছিল।

ads

ঠিক এখানেই প্রশ্ন ৫০ বছর বয়সী ২২ টেস্ট এবং ১৬৩ ওয়ানডে খেলা সাবেক এই পেসারের। তার মতে, ‘মেডিকেল বোর্ড কি খেলোয়াড়দের ইনজুরি সম্পর্কে অবগত নয়? যদি অবগত থাকেই তাহলে কিভাবে একটা খেলোয়াড়কে শুরতে আনফিট বলে,এরপর আবার দলে নেয়। এরপর মাত্র এক ম্যাচ খেলার পরেই আবার কিভাবে তাকে আনফিট ঘোষণা করা হয়?’

তিনি আরও বলেন, ‘আদৌ কি তাদের মেডিকেল বোর্ড এর খেলাধুলা সংক্রান্ত ইনজুরি নিয়ে কোন ধারণা আছে? প্রথমে ফখর কে ফিট এর কদিন পরেই আবার আনফিট ঘোষণা করল? শাহীনের ক্ষেত্রেও তাই, সে ফিট না থাকা সত্ত্বেও তাকে বিশ্বকাপে খেলানো হয়েছে।আমাদের আসলেই তদন্ত করা উচিত,যে তারা আসলেই কিছু জানে কিনা।’

এখানে উল্লেখ্য যে শাহীন আফ্রিদি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষেও ইনজুরি নিয়ে কষ্ট করেছে। আবার ফাইনালের দিন, হ্যারি ব্রুকের ক্যাচ ধরতে গিয়ে আবারও ইনজুরিতে পড়ে। এই ইনজুরির কারণে শাহীন আফ্রিদি পাকিস্তানের ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজও মিস করবেন এবং তাকে আরও দুই সপ্তাহ রিহ্যাবিলিটেশনে থাকতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link