More

Social Media

Light
Dark

আইপিএল ও পিএসএল বিভ্রাট!

ভারত ও পাকিস্তান সংঘাত – সে তো ধরা যায় খুব সাধারণ ঘটনা। এই দুই চিরপ্রতিদ্বন্ধি দলের সাংঘর্ষিক সম্পর্ক দেশের রাজনৈতিক সীমানা থেকে ক্রিকেটের মাঠ অব্দি বিস্তৃত। আগুনে ঘি ঢালার মতো এবার সেই তালিকায় যুক্ত হয়েছে নতুন একটি বিষয়। ২০২৫ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময়সূচিতে সংঘাত হতে চলেছে।

সম্প্রতি আইসিসি ২০২৩ এর মাঝামাঝি থেকে ২০২৭ সালের মাঝামাঝি সময় পর্যন্ত মোট চারবছরের জন্য চূড়ান্ত ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) প্রকাশ করেছে। ২০২৪-২৫ মৌসুমে পাকিস্তান ক্রিকেটের সূচিটাও বেজায় ঠাসা। সাধারণত পিএসএল বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হয়। কিন্তু পিএসএলের এই সময়সূচিতে বাঁধ সাধলো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

কারণ এফটিপি অনুযায়ী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরটি বসবে পাকিস্তানে। যার দরুন পাকিস্তান ২০২৫ সালে পিএসএল আয়োজন করতে পারবেনা। তাই বাধ্য হয়ে তাঁদের পিএসএলের সময়সূচিতে পরিবর্তন আনতে হচ্ছে। উল্লেখ্য, ১৯৯৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানকে আইসিসির টুর্নামেন্ট আয়োজনের বিবেচনায় রাখা হতো না। তাই এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সফল আয়োজন পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

ads

সম্ভাবনা বলছে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে মার্চ থেকে মে মাসের মধ্যে কোনো এক সুবিধাজনক সময়ে পিএসএল আয়োজন করবে পিসিবি। কিন্তু ওদিকে ভারতীয় জনপ্রিয় টি- টোয়েন্টি লিগ আইপিএল অনুষ্ঠিত হয় মার্চ থেকে মে মাসের মধ্যে। যার জন্য দুই দেশের মধ্যে ফ্রাঞ্চাইজি লিগ নিয়ে একটা সংঘাত হতে চলেছে।

কিন্তু জনপ্রিয়তার বিবেচনায় পিএসএলের চেয়ে আইপিএল অনেক বেশি এগিয়ে। কারণ বিশ্বব্যাপী সবচেয়ে বেশি প্রচারিত ও জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হলো আইপিএল। পাকিস্তান সুপার লিগের জন্য একটা একটি চিন্তার বিষয় হওয়ার কথা। সমসাময়িক দুটি দেশের লিগ মাঠে গড়ালে সেখানে বিদেশি তারকা ক্রিকেটার পাওয়া নিয়ে দারুণ সমস্যায় পড়তে হবে উভয় দেশের আয়োজককে।

যদিও ধারণা করা যায় বিদেশি ক্রিকেটারদের পছন্দের শীর্ষে থাকবে আইপিএল, যদিনা টাকার বিবেচনায় পিএসএল এর আয়োজকরা আইপিএলের আয়োজকদের ছাড়িয়ে যেতে না পারে।

তবে দুই দেশের দুই লিগের মধ্যকার সংঘাত এড়ানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএলকে আরও পিছিয়ে দিতেও পারে। কারণ সংঘাতে মূলত পিএসএলের ক্ষতিটাই খুব বেশি হবে। হয়তোবা পাকিস্তান সুপার লিগ ২০২৫ এর সময়সূচির বদলে ২০২৬ এ সরে যেতে পারে। তবে পাকিস্তানের ব্যস্ত সূচির কারণে সেই সম্ভাবনাও ক্ষীণ। খুব সম্ভবত ২০২৭ সালে পিছিয়ে যেতে পারে পাকিস্তান সুপার লিগের আসরটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link