More

Social Media

Light
Dark

পিএসজির বেয়াড়া ছেলে এমবাপ্পে

আদরের সন্তান অবাধ্য হলে ঠিক কেমন লাগে কেমন লাগে পিতামাতার কাছে – এমন প্রশ্ন প্যারিস সেন্ট জার্মেইকে জিজ্ঞেস করলে গড়গড় করে বলে দিতে পারবে নিশ্চয়ই। কেননা দলটির আদরে বেড়ে ওঠা কিলিয়ান এমবাপ্পে যে বড্ড বেয়াড়া হয়ে উঠেছেন, একদমই কথা শুনতে চান না। তাই তো ফরাসি জায়ান্টদের জন্য আরো একবার সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছেন এই তরুণ।

মেসি রোনালদো বিহীন ইউরোপীয় ফুটবলে সবচেয়ে সেরা ফুটবলারদের তালিকায় টপ টু তে রাখতেই হবে কিলিয়ান এমবাপ্পের নাম। দল বদলের সময়েও তাই ক্লাবগুলোর নজর থাকে তাঁর দিকে; বিশেষ করে গত কয়েক মৌসুমে রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে কেনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েই আছে। অন্যদিকে পিএসজিও ছাড়তে চায় না তাঁকে, বিনামূল্যে ছাড়ার তো কথাই উঠে না

অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে কি চান সেটা বোধহয় তিনি নিজেও জানেন না। তাই রিয়াল মাদ্রিদ এত করে চাওয়ার পরেও তিনি গত মৌসুমে দলটিতে যোগ দেননি, এমনকি এই মৌসুমে যোগ দিবেন কি না সে সিদ্ধান্তও জানাচ্ছেন না। আবার পিএসজিতেও থাকবেন সেটাও বলেন না এই ফুটবলার। কিলিয়ান এমবাপ্পের এমন দ্বিমুখী আচরণে তাই ঝামেলায় পড়তে হয়েছে পিএসজিকে।

ads

বেঞ্চ থেকে এসে ক্লাব ব্রুগের বিপক্ষে এক ম্যাচ জিতিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ পরবর্তী সাংবাদিকদের দেয়া তাঁর সাক্ষাৎকারও বেশ নজর কেড়েছিল। সেখানে এমবাপ্পে জানান তাঁকে শুরুর একাদশে না রাখার সিদ্ধান্ত তিনি সম্মান করেন ঠিকই তবে এটাও মনে করেন যে তাঁকে বাদ দিয়ে ম্যাচ জেতা কঠিন।

অন্য অনেক বিশ্লেষক এমন কথায় ইতিবাচকতা খুজে পেলেও সাবেক ফরাসি ফুটবলার ক্রিস্টোফার ডুগারির মনে দাগ কেটেছিল এমবাপ্পের ইগো। এজন্য ডুগারি পূর্বাভাস দিয়েছিলেন ঠিকভাবে এই তরুণের যত্ন না নিলে পার্ক দ্য প্রিন্সেসে ‘ইগো ব্যাটেল’ দেখা দিবে। ফ্রান্সের প্রাক্তন ফুটবলারের অনুমান সত্যি হয়েছে, এমবাপ্পের ইগো-ই এখন পিএসজির মাথাব্যাথার কারণ।

ব্রাজিলিয়ান নাম্বার টেন নেইমার জুনিয়রের সঙ্গে পেনাল্টি নিয়ে বিবাদ, পাস না দেয়ায় খেলার মাঝেই ভিতিনহার সঙ্গে দুর্ব্যবহার – কিলিয়ান এমবাপ্পে সবই করেছেন সাম্প্রতিক সময়গুলোতে। এমনকি ঠিকঠাক ফুটবলার সাইনিং করতে পারেনি এমন অজুহাতে টিম ম্যানেজম্যান্টের দিকেও সরাসরি আঙুল তুলেছেন তিনি। সেই সাথে দাবি করেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দলটির ব্যর্থতার দায়ও ক্লাব কতৃপক্ষের।

ইতোমধ্যে অবশ্য পিএসজি এবং ফ্রান্সের ক্যাপ্টেন হওয়ার স্বাদ পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু লিডার হিসেবে মোটেই পছন্দের কেউ হতে পারেন নি তিনি। ফুটবল বিশ্লেষকদের মতে এখনো দলকে পথ দেখানোর মত পরিপক্ক হননি এই ফরাসি স্টার। সবমিলিয়ে ফুটবলার এমবাপ্পে যথেষ্ট লোভনীয় হলেও ড্রেসিংরুমে তাঁর উপস্থিতি যেকোনো দলের জন্যই দুশ্চিন্তা বয়ে আনতে পারে।

পিএসজি এবার অবশ্য প্রশ্রয় দিচ্ছে না কিলিয়ান এমবাপ্পেকে; ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামী ফুটবলারকে ফ্রি-তে ক্লাব ছাড়তে দেয়া নি:সন্দেহে বোকামি। তাই তো সিদ্ধান্ত নেয়ার জন্য গোল্ডেন বুট জয়ী এই স্ট্রাইকারকে সময় বেঁধে দেয়া হয়েছে; এর মাঝে হয় এমবাপ্পেকে চুক্তি নবায়ন করতে হবে নাহলে এই গ্রীষ্মেই তাঁকে বিক্রি করতে বাধ্য হবে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link