More

Social Media

Light
Dark

লামিছানের ফেরা, নেপাল ক্রিকেট বয়কট

১৭ বছর বয়সী এক কিশোরিকে ধর্ষণের অভিযোগে জেল খাটছিলেন এতদিন। প্রায় পাঁচ মাস জেলখানায় কাটানোর পর আদালতের আদেশে সাময়িক মুক্তি পেয়েছেন নেপালের ক্রিকেটের পোস্টার বয় সন্দীপ লামিছানে।

আদালতের আদেশে জামিনে মুক্ত হবার পর তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। নিষেধাজ্ঞা উঠে যাবার পরপরই এবার লামিছানেকে বিশ্বকাপ লিগ-২ এর স্কোয়াডে রাখতে যাচ্ছে নেপাল।

লামিছানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে নেপালে চলত সমালোচনা। এমনকি নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিবাদে নামিবিয়া আর স্কটল্যান্ডের বিপক্ষে নেপালের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সমর্থকরা। যদিও নামিবিয়া আর স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে লামিচানের বিষয়টি পুরোপুরি নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন আর আইসিসির ব্যাপার।

ads

গত সাপ্তাহে নেপালে লামিছানের সাথে দেখা করেন পাকিস্তানের সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। নেপালের ক্রিকেটের সার্বিক পরিস্থিতি জানতে লামিছানের সাথে কথা বলেন তিনি। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার শিকার হন তিনি

২২ বছর বয়সী লামিচানে শুধু নেপালে নয়, ফ্রাঞ্চাইজি লিগ খেলার সুবাদে পুরো বিশ্বেই পরিচিত মুখ। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্রাঞ্চাইজি লিগের দলগুলোতে খেলেছেন তিনি। খেলে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

এমনকি ধর্ষণের অভিযোগে শাস্তির ঘোষণা আসার সময়েও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে ছিলেন লামিচানে। অক্টোবরের প্রথম সাপ্তাহে দেশে ফেরার পরপরই গ্রেপ্তার হন এই লেগ স্পিনার। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হবার সময় নেপালের অধিনায়কও ছিলেন লামিছানে।

বিশ্বের দ্বিতীয় দ্রততম বোলার হিসেবে ৫০ ওয়ানডে এবং তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ টি-টোয়েন্টি উইকেট নেন লামিচানে। এর আগে গত বছরের আগস্টে নেপালের জার্সি গায়ে সর্বশেষ মাঠে নামেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link