More

Social Media

Light
Dark

পাঞ্জাব হেরে গেলে যা করেন প্রীতি জিনতা

খেলায় জয় পরাজয় থাকবেই। সেই সাথে থাকবে আনন্দ-বেদনা। বলিউড কুইন এবং পাঞ্জাব কিংসের অংশীদার প্রীতি জিনতার ক্ষেত্রে তা ভিন্ন কিছুনা। দল জিতলে যেমন খুশি হন, ঠিক তেমনি হারলেও খুবই হতাশ হয়ে পড়েন  প্রীতি । কেননা পাঞ্জাব কিংসের তাঁর সাথে সম্পর্ক খুবই গভীর। সে কথাই এক অনুষ্ঠানের মাধ্যমে জানান ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান।

প্রীতির প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি সত্যিই অসাধারণ নারী। তিনি দলের সাথে বেশ ভালভাবেই জড়িত। দল জিতলে যেমন খুশি হতে দেখা যায় তাঁকে। আবার হারলেও তিনি বেশ হতাশ হয়ে পড়েন। তবে তিনি জানেন কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়।’

প্রীতির রঙ্গিন বলিউড জীবন সম্পর্কে ইরফান বলেন, ‘অভিনয় জিবনে তিনি অসাধারণ একজন অভিনেত্রী ছিলেন। তিনি জানেন যে তাঁর সব সিনেমাই সফলতার মুখ দেখেনি। একই ভাবে ক্রিকেট খেলায়ও তাঁর দল সব সময় ম্যাচে জিততে পারবে না। এটাও তিনি জানেন।’

ads

প্রীতির শান্ত সুলভ মানসিকতা নিয়ে ইরফান আরো বলেন, ‘আমি পাঞ্জাবের হয়ে তিন বছরে প্রায় ৪০ টির মতো ম্যাচ খেলেছি। তবে আমি দুই থেকে তিন বারের মতই তাঁকে মন খারাপ করতে দেখেছি। তাছাড়া তিনি খুবই শান্ত স্বভাবের।’

আবার দলের জয়কে বেশ ভালভাবেই উদযাপন করতে পারেন প্রীতি জিনতা। এমন এক ঘটনা স্মরণ করে ইরফান পাঠান বলেন, ‘একবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় পাওয়ার পর তিনি এক অদ্ভুদ কাণ্ড করে বসে। তিনি হাতে বানানো ৪০ টি পরোটা তৈরি করে দক্ষিণ আফ্রিকায় পাঠান। তিনি দলের একজন অন্য রকম মালিক।’

সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ঐতিহাসিক এক জয় পায় প্রীতির দল। ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টোর শতকের কল্যাণে ৮ উইকেট হাতে রেখেই ২৬২ রানের লক্ষ্য অতিক্রম করে ফেলে পাঞ্জাব। তাছাড়া পাঞ্জাবের প্রভসিমরান সিং, শশাঙ্ক সিংও বেশ দুর্দান্ত ইনিংস খেলেন। আবার অপরদিকে কলকাতার ফিল সল্ট, সুনীল নারাইনও রানের ঝড় তোলেন সেই ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link