More

Social Media

Light
Dark

‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানে আপত্তি ভারতীয় পুলিশের

সব জল্পনা কল্পনা, বিরোধের অবসান ঘটিয়ে ভারতের মাটিতে এবারের বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান। তবে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান দলের অংশগ্রহণের নিশ্চয়তা মিললেও দেশটির সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশাধিকারে মিলেছে নানা জটিলতা। স্টেডিয়ামে পাকিস্তানের পতাকা উড়িয়ে তো এক সমর্থক গ্রেপ্তারও হয়েছেন। 

তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অস্ট্রেলিয়া–পাকিস্তান ম্যাচে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলতে না দেওয়ায় এক ভারতীয় পুলিশের সাথে বাদানুবাদে জড়িয়েছেন পাকিস্তানের এক সমর্থক। আর সেই উত্তপ্তপূর্ণ ঘটনাটাই মোবাইলে ধারণ করেন পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার মমিন সাকিব।

সাকিবের ধারণকৃত সেই ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের জার্সি পরিহিত এক সমর্থক পুলিশকে বলেছেন, ‘ভারত মাতা কি জয় বলতে পারলে, পাকিস্তান জিন্দাবাদ কেন বলা যাবে না? এমন প্রশ্নের উত্তরে সেই সেই পুলিশ সদস্য তখন বলে ওঠেন, ‘ভারত মাতা কি জয় ভালো, কিন্তু পাকিস্তান জিন্দাবাদ ভালো না।’

ads

এমতাবস্থায় সেই পুলিশকে মোক্ষম জবা দেন সেই পাকিস্তান সমর্থক। তিনি বলেন, ‘কেন নয়? পাকিস্তান থেকে এসেছি, পাকিস্তান বিশ্বকাপ খেলছে, তাহলে পাকিস্তানকে কেন সমর্থন স্বরূপ জিন্দাবাদ বলা যাবে না?’

আর এই আলাপেরই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন মমিন সাকিব। সেখানে ক্যাপশনে লিখেন, ‘এটা খুবই হতাশার। নিজেদের খেলায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে দেওয়া হচ্ছে না। এটাকে কি আদৌ স্বাধীনতা বলে? এটা স্রেফ খেলাটির চেতণা পরিপন্থী বিষয়।’

মমিনের এমন পোস্টের পর অবশ্য পাকিস্তানের পক্ষাবলম্বনই করেছেন বেশ কিছু ভারতীয় সমর্থক। কেউ কেউ মনে করছেন, আইসিসির এমন আচরণে পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করা উচিৎ।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link