More

Social Media

Light
Dark

ভারতীয় বিশ্বকাপ দলের অনিশ্চিত মুখ

সামনেই ক্রিকেটের সবচেয়ে বড় মহাযজ্ঞ বিশ্বকাপ ক্রিকেট। এক যুগ পর আবারো এ বৈশ্বিক আসরের আতিথিয়তা দিতে যাচ্ছে ভারত। ভারতীয় ক্রিকেটারদের কাছে তাই এটি ‘ঘরের মাঠে বিশ্বকাপ’। এমনিতে প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে বিশ্বকাপ মঞ্চে খেলার। আর সেটা যদি হয় নিজ দেশের মাটিতে, তাহলে সেই বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিয়ে বাড়তি উৎকণ্ঠা তো থাকবেই।

ভারতের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার দৌড়ে থাকা ভারতীয় ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নয়। এবারের বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন জাতীয় দলের রাডারে থাকা প্রায় সব ক্রিকেটার। কিন্তু স্কোয়াডের আকার তো নির্দিষ্ট। ১৫ জনের সেই স্কোয়াডে কে জায়গা পাবেন, আর কেইবা বাদ পড়বেন তা নিয়ে এরই মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে।

তবে এই মুহূর্তে ভারতের এমন ৫ জন ক্রিকেটার রয়েছেন, যাদের আসন্ন বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াডে সুযোগ পাওয়ার বদলে বাদ পড়ার পাল্লাটাই ভারি। চলুন দেখে নেওয়া যাক সেই ৫ ভারতীয় ক্রিকেটারকে।

ads
  • ঋষাভ পান্ত 

ইনজুরির কারণে বিশ্বকাপ খেলার স্বপ্ন নিঃশেষ হওয়ার পথে রয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষাভ পান্ত। গত বছরের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় পড়ে এ ক্রিকেটার মাঠের বাইরে চলে গিয়েছেন অনির্দিষ্ট সময়ের জন্য। এর মধ্যে দু’বার অস্ত্রোপচারের প্রচেষ্টা চালিয়েও তেমন কোনো আশার কথা শোনাতে পারেননি চিকিৎসকরা।

যদিও আসন্ন বিশ্বকাপে পান্তকে পাওয়ার ব্যাপারে এখনো আশাবাদী বোর্ড অব ক্রিকেট ফর ইন্ডিয়া (বিসিসিআই)। তবে বাস্তবতা বলছে, এই বছরে মাঠে ফেরার তেমন সম্ভাবনা নেই পান্তের। ফিরলেও ম্যাচ ফিটনেস আদৌ ফিরে পাবেন কিনা তা নিয়ে শঙ্কা তো থাকছেই। তাই ২০২৩ বিশ্বকাপে ঋষাভ পান্তের অংশগ্রহণ এখন ঘোর অনিশ্চয়তায়।

  • শিখর ধাওয়ান 

শেষ ১০ বছরের ভারতের ওয়ানডে দলের অন্যতম নিয়মিত মুখ শিখর ধাওয়ান। আইসিসি’র টুর্নামেন্ট মানেই এ বাঁহাতি ব্যাটারের দুরন্ত ফর্ম। অন্তত অতীত ইতিহাসে তাই-ই বলে। তারপরও ঘরের মাঠে এ বিশ্বকাপে ধাওয়ানের জায়গা পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।

কারণ গত এক বছর ধরে ধাওয়ানের জায়গায় আসা শুভমান গিল রীতিমত রানবন্যা বইয়ে দিয়েছেন। যার ফলে এবারের বিশ্বকাপে গিলকে হটিয়ে ধাওয়ানের জায়গা পাওয়াটা বেশ কঠিনই হবে।

  • দীপক চাহার 

ভারতের এ পেস বোলিং অলরাউন্ডার একটা সময় পর্যন্ত জাতীয় দলে তাঁর অবস্থান থিতু করার পথেই ছিলেন। কিন্তু বাঁধ সাধলো ইনজুরি। ইনজুরির কারণে লম্বা সময় দলের বাইরে কাঁটাতে হয় তাঁকে। ইনজুরি থেকে এরপর ফিরেছেন অবশ্য।

কিন্তু, জাতীয় দলে স্থায়ীভাবে ফেরার পথটা এক প্রকার বন্ধ হয়ে যায় তাঁর জন্য। সেই যাত্রায় অতিনাটকীয় কিছু না হলে, আসন্ন বিশ্বকাপে এ পেসারের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

  • ওয়াশিংটন সুন্দর

ওয়াশিংটন নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালই পারেন এ ক্রিকেটার। কিন্তু এই মুহূর্তে ভারতের দলে রয়েছে রবীন্দ্র জাদেজার পাশাপাশি অক্ষর প্যাটেলও। স্পিনিং অলরাউন্ডার হিসেবে যারা এখন জাতীয় দলে অটোমেটিক চয়েস হয়ে উঠেছেন।

আর এ কারণেই দারুণ প্রতিভাধর হওয়া স্বত্ত্বেও ওয়াশিংটন সুন্দর থেকে যান বাদ পড়াদের তালিকায়। তাই আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারতের দল ঘোষণায় চমকপ্রদ কোনো নাম না থাকলে ওয়াশিংটনকে বিশ্বকাপ দেখতে হবে একজন দর্শক হিসেবেই।

  • সুরিয়াকুমার যাদব 

তালিকার শেষ নামটা কিছুটা বিস্ময় জাগানিয়া। এই মুহূর্তের টি-টোয়েন্টি সেরা ব্যাটার গত ওয়ানডে সিরিজেও দলে ছিলেন। কিন্তু সেই অস্ট্রেলিয়া সিরিজে  ব্যাট হাতে তাঁর ছন্দচ্যূতিই মূলত বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা বাড়িয়েছে। এ ছাড়া ভারতের মিডল অর্ডারে এই মুহূর্তে আস্থার নাম শ্রেয়াস আইয়ার। সবমিলিয়ে ওয়ানডে বিশ্বকাপে সুরিয়ার জায়গা পাওয়াটা এই মুহূর্তে কিছুটা অনিশ্চয়তার মধ্যেই পড়ে গিয়েছে।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link