More

Social Media

Light
Dark

আইপিএল খেলে তাঁদের পোষায় না!

কোনো সন্দেহ ছাড়াই বলে দেয়া যায় বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কেবলমাত্র মাঠের ক্রিকেট নয়, মাঠের বাইরে ক্রিকেটারদের অর্থ প্রাপ্তির দিক থেকেও সবার উপরে থাকবে আইপিএল। তবে কিছু কিছু ক্রিকেটার আছেন যারা কিনা আইপিএলের চাইতে অন্য ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে বেশি অর্থ আয় করেন। আসুন দেখে নেয়া যাক, পাঁচ ক্রিকেটারকে যারা কিনা আইপিএলের চাইতে অন্য টুর্নামেন্ট থেকে বেশি অর্থ পেয়ে থাকেন।  

  • ট্রিস্টান স্টাবস

ক্যারিয়ারের শুরুতেই দক্ষিণ আফ্রিকার হয়ে মারকুটে ব্যাটিংয়ে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন ট্রিস্টান স্টাবস। সেই সুবাদেই কিনা ২০২২ আইপিএল নিলাম থেকে তাঁকে ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। 

ads

অথচ নিজের দেশের ফ্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে তাঁকে দলে ভেড়াতে বড় অংকের অর্থ ব্যয় করতে হয়েছিল সানরাইজার্স ইস্টার্ন কেপকে। দলটি প্রায় ৪.৪১ কোটি রুপির বিনিময়ে দলে টানে স্টাবসকে। আইপিএলে নিজের প্রথম মৌসুমে আলো ছড়াতে না পারলেও তাঁকে ধরে রেখেছে মুম্বাই। অথচ দুইটি লিগে তাঁর প্রাপ্ত অর্থের মাঝে রয়েছে প্রায় ৪.২১ কোটি রুপির বিশাল ব্যবধান। 

  • ডনোভান ফেরেইরা

দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি লিগে জোবার্গ সুপার কিংসের হয়ে পারফর্ম করে পাদপ্রদীপের আলোয় আসেন তরুণ ব্যাটসম্যান ডনোভান ফেরেইরা। 

২৪ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যানকে দলে ভেড়াতে সুপার কিংসের খরচ হয়েছিল ২.৬৪ কোটি রুপি। অথচ এর কয়েক সপ্তাহ বাদেই আইপিএলের নিলামে মোটে ৫০ লাখ রুপির বিনিময়ে তাঁকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। 

  • ডোয়াইন প্রিটোরিয়াস

দারুণ বুদ্ধিদীপ্ত বোলিংয়ের পাশাপাশি শেষদিকে নেমে মারকুটে ব্যাটিং – ফ্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের দূত হওয়ার সমস্ত গুণই আছে ডোয়াইন প্রিটোরিয়াসের। বিশ্বজুড়ে টি -টোয়েন্টি লিগ খেলতেই কিনা বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই পেস বোলিং অলরাউন্ডার। 

আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার লিগে তিনি ছিলেন ডারবান সুপার জায়ান্টসের অংশ। চেন্নাই যেখানে মোটে ৫০ লাখ রুপির বিনিময়ে তাঁকে দলে ভেড়ায় সেখানে ডারবানকে গুণতে হয়েছে ১.৯৭ কোটি রুপি। 

  • ওডিয়ান স্মিথ

২০২২ আইপিএল নিলামে ছয় কোটি রুপির বিনিময়ে ক্যারিবিয়ান অলরাউন্ডার ওডেন স্মিথকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। যদিও দামের প্রতি সুবিচার করতে না পারায় ২০২৩ আইপিএল নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় দলটি। 

পরবর্তীতে ২০২৩ আইপিএলের নিলাম থেকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাঁকে দলে টানে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকান টি -টোয়েন্টি চ্যালেঞ্জের প্রথম মৌসুমেই ভালো অংকের দাম পেয়েছিলেন এই অলরাউন্ডার। প্রায় ৮১.৫৪ লাখ রুপির বিনিময়ে তাঁকে দলে ভিড়িয়েছিল এমআই কেপ টাউন। 

  • লুঙ্গি এনগিডি

বর্তমান সময়ের অন্যতম সেরা পেসারদের তালিকায় শুরুর দিকেই থাকবে লুঙ্গি এনগিডির নাম। মাঝে ইনজুরির কারণে খানিকটা ফর্মহীনতায় ভুগলেও বর্তমানে ফিরে এসেছেন প্রবলভাবে। 

২০২২ আইপিএলে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপির বিনিময়ে তাঁকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। এবারের মৌসুমের আগেও একই মূল্যে এনগিডিকে ধরে রেখেছে দলটি। অথচ দক্ষিণ আফ্রিকান লিগে পার্ল রয়্যালসের হয়ে খেলার সময় এর চাইতে বেশি অংকের অর্থ পেয়েছেন এই পেসার। নিলাম থেকে তাঁকে দলে টানতে পার্লকে গুণতে হয়েছিল ১.৬৩ কোটি রুপি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link