More

Social Media

Light
Dark

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পেলে

শারীরিক অবস্থা আরো অবন্নতির পথে পেলের। শেষ খবর বলছে, পেলের শরীরে কাজ করছে না কেমোথেরাপি। কোনো চিকিৎসাতেই সাড়া দিচ্ছেন না তিনি। তাই প্যালিয়াটিভ কেয়ারে রাখা হচ্ছে তিন বারের বিশ্বকাপজয়ী এ ফুটবল গ্রেটকে।

প্যালিয়াটিভ কেয়ার মূলত তখনই দেওয়া হয়, যখন রোগীর শরীর কোনো চিকিৎসাতেই সাড়া দেয় না। এই কেয়ারে রোগীর যতসব উপসর্গ আছে তা উপশম করার চেষ্টা করা হয়। তবে প্যালিয়াটিভ কেয়ারে একজনকে তখনই নেওয়া হয়, যখন তাঁর আয়ুস্কাল ক্ষীণ হয়ে যায়। সেই সূত্র মোতাবেকে, পেলের বর্তমান অবস্থা বেশ আশঙ্কাজনক।

দীর্ঘদিন ধরেই কোলন ক্যান্সারে আক্রান্ত পেলে। সাথে হৃদযন্ত্রের সমস্যা তো ছিলই। এত দিন ধরে কেমোথেরাপিতেই চলছিল তাঁর দিনকাল। তবে এই ৮২ বছর বয়সে এসে আর সেই ধকল নিতে পারছেন না পেলে। বিশ্বকাপ চলাকালীন সময়েই আবারো অসুস্থ হয়ে পড়েন পেলে।

ads

তবে দিন দুয়েক আগেও জানা গিয়েছিল, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পথে। কিন্তু ৪৮ ঘন্টা না পেরোতেই আবারো অচেতন হয়ে পড়েছেন তিনি। তবে এবারেরটা একটু বেশিই আশঙ্কাজনক। কারণ এর আগে কখনোই প্যালিয়াটিভ কেয়ারে নেওয়া হয়নি পেলেকে।

আর, প্যালিয়াটিভ কেয়ারে রাখা রোগীরা বড়জোর এক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারেন। তাও সেটা অতি মিরাকল কিছু হলে। তাই পেলেকে প্যালিয়াটিভ কেয়ারে নেওয়ার পর থেকেই ফুটবল অঙ্গনে চিন্তার একটা রেশ ছড়িয়ে পড়েছে দ্রুতই।

নিজ দেশের হেক্সা জয়ের মিশনের ব্যাপারে ভীষণ আশাবাদী ছিলেন পেলে। খেলা দেখতে যেতে চেয়েছিল কাতারেও। কিন্তু চিকিৎসকদের আর অনুমতি মেলেনি। তাই ব্রাজিলে বসেই সেলেসাওদের খেলা দেখতে হয়েছিল তিনবারের বিশ্বকাপজয়ী পেলেকে।

আর বাসা থাকা অবস্থাতেই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। এখন তো রয়েছেন জীবন-মৃত্যুর একদম সন্ধিক্ষণে। তাই পেলেকে নিয়ে পুরো বিশ্বেই উদ্বেগের এক ছায়া দেখা গেছে। এখন দেখার পালা, এ যাত্রায় আবারো জিতে ফেরেন কিনা পেলে।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link