More

Social Media

Light
Dark

পিসিবির কি সাহসের অভাব?

ফিক্সিং কান্ডে বিতর্কিত সালমান বাট প্রথমবারের মত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হয়ে কাজ করার সুযোগ পেয়েছিলেন। নির্বাচক ওয়াহাব রিয়াজের উপদেষ্টা পরিষদের একজন ছিলেন তিনি; কিন্তু এতে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় ওয়াহাব রিয়াজ এবং পিসিবিকে। ফলে ২৪ ঘন্টার মধ্যে তাঁকে সরিয়ে দেয়া হয়।

আর এই কারণে ক্ষুব্ধ হয়েছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে না পারার কারণে দেশের ক্রিকেট বোর্ডের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন তিনি। সাবেক এই তারকা ‘এক্স’ (টুইটার) একাউন্টে একটা ভিডিও আপলোড করেন। সেখানে তিনি বলেন, ‘প্রতি তিন মিনিট পর পর সংবাদ সম্মেলন আয়োজন করবেন না।’

সেই সাথে আরো যোগ করেন যে, ‘নিজেদের সিদ্ধান্তে ভরসা রাখুন। আপনাদের সিদ্ধান্তের ফলাফল কি হবে সেটা সম্পর্কে ভাল জানা থাকার কথা। সিদ্ধান্ত নেয়ার আগে ভাবুন এবং সাহসী হোন।’

ads

২০১০ সালের স্পট ফিক্সিংয়ের শাস্তি হিসেবে ৩০ মাস জেল খাটতে হয়েছিল সালমান বাটকে, ১০ বছর ক্রিকেট জগতে নিষিদ্ধ ছিলেন। লম্বা সময় পর এবারই প্রথম ক্রিকেট বোর্ডের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর, কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হলো না বেশিক্ষণ।

নিয়োগের পরপরই বাটকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ওয়াহাবের ঘনিষ্ঠ বন্ধু এবং এজন্যই তাঁকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। এই অভিযোগের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে শেষমেশ আনার সিদ্ধান্ত নেন পাক পেসার। এছাড়া সাবেক এই অধিনায়ক দায়িত্ব পাওয়ায় পিসিবির অভ্যন্তরেও বিবাদের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি একাধিক কর্তা পদত্যাগেরও হুমকি দিয়েছেন।

এসবের ধারাবাহিকতায় শেষমেশ গত শনিবার সন্ধ্যায় প্যানেল থেকে বাটের নাম প্রত্যাহার করেন রিয়াজ। আর সেটার রেশ ধরে এবার পিসিবিকে কড়া কথা শোনালেন ওয়াসিম আকরাম; তবে তাঁর কথা মত সাহসী হতে পারলে আখেরে লাভ হবে তাঁদেরই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link