More

Social Media

Light
Dark

হাসপাতালে ইমন!

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ছিলেন যুব বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত পারফর্ম করে জায়গা পেয়েছিলেন প্রাথমিক স্কোয়াডে। চূড়ান্ত স্কোয়াডে জায়গা নিশ্চিত না হলেও প্রস্তুতি ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন তিনি।

প্রস্তুতি ম্যাচে ভালো করলে খুলেও যেতে পারতো জাতীয় দলের দরজা। তবে পুরোনো ইনজুরি বাঁধা হয়ে দাড়িয়েছে ইমনের জন্য। বাধ্য হয়ে জৈব সুরক্ষা বলয় ছেড়ে হাসপাতালে যেতে হয়েছে তাঁকে।

গতকাল থেকে মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। আগামী ১৪ ও ১৬ জানুয়ারি নিজেদের মধ্যে অনুষ্ঠিত হবে দুইটি প্রস্তুতি ম্যাচ। এরপরই ঘোষণা করা হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চূড়ান্ত স্কোয়াড। তবে জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণের প্রথম ধাপে দূর্ভাগ্যজনক ভাবে সুযোগ হারিয়েছেন পারভেজ হোসেন ইমন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অন্ডকোষে পাওয়া পুরোনো ব্যথা আবার অনুভব হচ্ছে তাঁর।

ads

গতকাল প্রস্তুতি ক্যাম্পে যোগ দিলেও ব্যথার কারণে করতে পারেননি গুরুত্বপূর্ণ কোন অনুশীলন। ব্যথা বেড়ে যাওয়াতে গতকালই ঢাকার এভার কেয়ার হাসপাতালে ইউরোলোজিস্ট দেখান বিশ্বকাপ জয়ী এই ওপেনার। সেখানকার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাঁকে।

ইমনের ইনজুরির বিষয়টি খেলা ৭১-কে নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ইনজুরিটা আগের পুরোনো ইনজুরি। ব্যথা কমে গিয়েছিলো। ও যখন প্রস্তুতি ক্যাম্পে যোগ দিলো তখনও কোন সমস্য ছিলো না। গত পরশু ওর ব্যথা শুরু হয় আবার। তখন আমরা গতকাল ইউরোলোজিস্ট ডাক্তারের কাছে পাঠাই। তারপর ডাক্তার দেখে বললো এক সপ্তাহ পুরোপুরি বিশ্রাম নিতে হবে। তাঁকে বিশ্রামে থাকতে হবে এক সপ্তাহ।’

এক সপ্তাহের বিশ্রাম শেষে ইমন সুস্থ হবেন কিনা সেই বিষয়েও নিশ্চিত নন দেবাশীষ চৌধুরি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে সুস্থ হওয়ার সম্ভবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখুন এটাতো স্পোর্টস ইনজুরি না। এটা ইউরোলোজিস্ট ডাক্তারই ভালো বলতে পারবে। ওনার কথা মতোই আমরা চলবো। বিশ্রাম শেষে উনি দেখে একটা সিদ্বান্ত নেবে।’

ইমন সুস্থ হওয়ার আগেই ঘোষণা করা হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে স্কোয়াড। এর আগে যে ইমন সুস্থ হচ্ছেন না তা এক প্রকার নিশ্চিতই বলা যায়। দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ওয়ানডে সিরিজের দল ঘোষণা করবে বাংলাদেশ।

২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২২ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডে ও ২৫ জানুয়ারি তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচ হোম অফ ক্রিকেট শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রামে। সিরিজের সব গুলো ম্যাচই শুরু হবে দুপুর দুইটায়। ওয়ানডে সিরিজ শেষে তিন ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট ও ১১ ফেব্রুয়ারি মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link