More

Social Media

Light
Dark

পাকিস্তান দলে স্বজনপ্রীতি ছিল, আছে ও থাকবে

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সব থেকে বেশি আলোচনায় আছে পাকিস্তান দল। হোক তা সদ্য ইংল্যান্ড সিরিজ হার নিয়ে কিংবা তাদের উদ্বোধনী জুটি নিয়ে অথবা উইকেটরক্ষক আজম খানকে নিয়ে। বিভিন্ন সাক্ষাৎকারে সাবেক পাকিস্তানি ক্রিকেটেরা দল নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন।

এবার চলমান বিশ্বকাপে পাকিস্তান দল নির্বাচন, প্রস্তুতি ও কৌশল নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেলেন দেশটির সাবেক খেলোয়াড় সরফরাজ নওয়াজ। ক্রিকেট পাকিস্তানের সাথে একান্ত সাক্ষাৎকারে, নওয়াজ বেশ কয়েকটি দিক নির্দেশ করেছেন যেখানে তিনি মনে করেন দলের উল্লেখযোগ্য উন্নতি প্রয়োজন।

তিনি বলেন, ‘আমরা ইংল্যান্ড এবং এর আগে আয়ারল্যান্ডে যে ম্যাচগুলো দেখেছি তাতে এটা স্পষ্ট যে পাকিস্তান দলকে কঠোর পরিশ্রম করতে হবে, বিশেষ করে তাদের ফিল্ডিংয়ে। আপনারা দেখতে পারছেন যে তাদের ফিল্ডিং ঠিকঠাক হচ্ছে না এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ফিল্ডিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুরু থেকেই তাদের মিডল অর্ডার ভাল খেলছে না, এমনকি তারা তাদের উদ্বোধনী জুটিও ঠিক করতে পারেনি। আমি বলব যে পাকিস্তান দলের বর্তমান পরিকল্পনা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। তারা নিয়মিত খেলোয়াড় পরিবর্তন করছে ফলে দলের সংমিশ্রণ সঠিকভাবে হচ্ছে না।’

ads

দলের উইকেটরক্ষক এর দায়িত্ব মোহাম্মদ রিজওয়ানকে নেওয়ার পরামর্শ দেন নওয়াজ। তিনি মনে করেন তিনজন উইকেটরক্ষক না নিয়ে মিডিল অর্ডারের জন্য সালমান আলি আগা একটি ভাল সংযোজন হতে পারত।

আজম খানকে দলে নেওয়ায় সমালোচনা করে তিনি বলেন, ‘আজম খান পক্ষপাতিত্বের কারণে দলে আছেন, এখন সেখানে পক্ষপাতিত্ব হলে আমরা কি করতে পারি? ক্রীড়া পরিচালক নাদিম খানও এর সাথে জড়িত। এই ধরণের পক্ষপাতিত্ব শুরু থেকেই সেখানে থাকা উচিত ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমি বলব সাহেবজাদা ফারহানের দলে থাকা উচিত ছিল, তিনি সব থেকে যোগ্য ছিলেন। এরপর অস্ট্রেলিয়ায় আপনি আমির জামালকে নিয়েছিলেন, সেখানে সে ভাল খেলার পরও তাকে দল থেকে বাদ দিলেন। তিনি গতিতে বল করতে পারতেন এবং সাহসের সাথে ব্যাট করতে পারতেন। আমি অবাক হচ্ছি যে আপনি শুধু দুজন অলরাউন্ডার বেছে নিয়েছেন, শাদাব ও ইমাদ। আপনি যদি মনে করেন মাত্র দুইজন অলরাউন্ডার যথেষ্ট, তাহলে আমি বলব দল এভাবে চলতে পারেনা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link