More

Social Media

[ivory-search id="135666" title="Post Search"]
Light
Dark

অবমূল্যায়ন চান না বোর্ড সভাপতি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। দুই ম্যাচেই একই একাদশ নিয়ে খেলেছে স্বাগতিকরা। গতকাল ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন শেষ ম্যাচে আসতে পারে পরিবর্তন। তবে শেষ ম্যাচে একাদশে পরিবর্তনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুধু সিরিজ জয়ের জন্য একাদশে পরিবর্তন চাননা বিসিবি সভাপতি। পাপন মাথায় রেখেছেন ওয়ানডে চ্যাম্পিয়নশিপের কথাও। প্রতিটি ম্যাচই এখন হয়ে উঠতে পারে ওয়ানডে সুপার লিগের ভাগ্য নির্ধারক। তাই ওয়েস্ট ইন্ডিজকে হালকা ভাবে নিতে নারাজ নাজমুল হাসান পাপন।

তিনি বলেন ‘একটা জিনিস মনে রাখতে হবে- আমাদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। দুটো ম্যাচ জিতে আমরা কিন্তু ২০ পয়েন্ট পেয়েছি। একেকটা ম্যাচ এখন খুব গুরুত্বপূর্ণ। কোনো ম্যাচকে ছোট করে বা খাটো করে দেখার সুযোগ নেই। তা না হলে ভবিষ্যতে বিশ্বকাপ খেলতে গেলে আমাদের অসুবিধা হবে। এজন্য আমরা প্রথম থেকেই প্রত্যেকটা খেলা অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি।’

ads

দেশের মাটিতে বাংলাদেশ ধারাবাহিক ভাবে ভালো করলেও বিদেশের মাটিতে এখনো সমীহ  জাগানিয়া বাংলাদেশ নয়। তাই পাপন মনে করেন প্রত্যেক খেলাকে গুরুত্বের সাথে নিতে হবে এবং অবশ্যই জিততে হবে।

বিসিবি সভাপতি বলেন ‘আগামী দিনে শক্তিশালী দেশগুলোর বিপক্ষে আমাদের বেশিরভাগ খেলাই দেশের বাইরে। আমরা দেশের মাটিতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে সবাইকেই হারিয়েছি। কিন্তু বিদেশে গিয়ে ভালো জয় এক-দুইটা ছাড়া তেমন হয়নি। সেদিক থেকে চিন্তা করলে অত্যন্ত কঠিন। প্রত্যেক খেলাকে গুরুত্বের সাথে নিতে হবে এবং অবশ্যই জিততে হবে।’

প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ হয়নি তাসকিন আহম্মেদ, সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মোহাম্মাদ মিঠুন, তরুণ পেসার শরিফুল ইসলাম, অলরাউন্ডার মেহেদী হাসান ও আফিফ হোসেনের মতো তারকাদের। দুই ম্যাচেই একই একাদশ নিয়ে খেলেছে স্বাগতিকরা। তাই পাপন জানিয়েছেন একাদশে পরিবর্তন হলেও কাউকে যেনো অবমূল্যায়ন করা না হয়।

সংবাদমাধ্যমের সাথে আলাপকালে পাপন বলেন ‘একাদশে পরিবর্তন আসতেই পারে। তবে এমন কোনো পরিবর্তন আমরা চাই না যাতে কাউকে অবমূল্যায়ন করা হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link