More

Social Media

Light
Dark

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সে মোহাম্মদ হারিস

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে এখনও কয়েক মাস খানেক দেরি। তবে, দলগুলোর নিজেদের প্রস্তুতি থেমে নেই। দল গোছানোর কাজে অনেক আগে থেকেই পুরোদমে নেমে পড়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।

তবে অন্যান্য দলগুলোর চেয়ে এবার বেশ উঠেপড়েই লেগেছে সিলেট স্ট্রাইকার্স। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সাইন করার পরে বিদেশিদের মধ্যে পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরার পরে এবার বড় বোমা ফাটাল দলটি। টি-টোয়েন্টির পাকিস্তানি সেনসেশন মোহাম্মদ হারিসকে দলভুক্ত করেছে বলে জানায় দলটি।

ads

মোহাম্মদ হারিস এবার পাকিস্তানের বিশ্বকাপের প্রাথমিক দলে না থাকলেও ফখর জামান ইনজুরিতে পরলে দলে সুযোগ পান হারিস। দলে ঢুকেই নিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১১ বলে ২৮ রানের ইনিংস খেলেন। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ৩১ এবং সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও ৩০ রান করেন তিনি।

বলা যায়, চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় আবিস্কার তিনি। ভয়ডরহীন ক্রিকেট খেলে মুগ্ধ করেছেন ক্রিকেট বিশ্বকে। তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হট কেক তো হবেনই। এর আগে এবছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে টি-টোয়েন্টিতে তাঁর অভিষেক হয়।

ক্যারিয়ারে এ-পর্যন্ত চারটি টি-টোয়েন্টি তে ১৫২ স্ট্রাইক রেটে ৯৬ রান করেছেন তিনি। এছাড়া ক্যারিয়ারে এ পর্যন্ত চারটি ওয়ানডে ম্যাচও খেলেছেন মোহাম্মদ হারিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link