More

Social Media

Light
Dark

কোচের জন্য হাইব্রিড মডেলের প্রস্তাব পাকিস্তানের

কোচ খুঁজতে যেয়ে ভীষণ বিপাকে পড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা। কোনো কিছুতেই যেন মিলছে না একজন কাঙ্ক্ষিত কোচ। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি চাওয়া প্রধান কোচ হবে বিদেশি। তবে তাঁর সহকারী হবেন একজন পাকিস্তানি।

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনের সাথে বেশ কিছুদিন যাবৎ আলোচনা চলছিল। বার্ষিক ২ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাবও দেয়া হয়েছিল তাঁকে। তবে খবর গণমাধ্যম প্রচার হওয়ার ফলে শেষ মুহূর্তে বেঁকে বসেন ওয়ানটসন।

সূত্র জানায়, বোর্ড সাবেক ইংলিশ কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সাথেও যোগাযোগ করেছিল। তবে তিনিও না বলে দিয়েছেন। ইসলামাবাদ ইউনাইটেডের শিরোপা জয়ী কোচ মাইক হেসনও অনাগ্রহ প্রকাশ করেছেন। 

ads

এরপর বাধ্য হয়ে সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ড্যারেন সামির একটা চুক্তি রয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান বোর্ডের সাথে। অস্ট্রেলিয়ার সাইমন ক্যাটিচ বা জাস্টিন ল্যাঙ্গাররাও কোনো আশার বানী শোনাতে পারেননি।

আশ্চর্যজনক হলেও সত্যি যে কোনো পাকিস্তানি কোচের ওপর ভরসা নেই পিসিবির। ইংল্যান্ডেই থিতু হওয়া সাকলাইন মুশতাক বা আজহার মেহমুদদের সাথে কোনো রকম যোগাযোগই করা হয়নি। পাকিস্তানের কোচ হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়া ম্যাথু হেইডেনও ‘অ্যাভেইলেবল’ নন।

তাঁর সাথেও যোগাযোগ করা হয়েছিল। তিনি ‘না’ বলে দিয়েছেন। মূলত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যস্ততার কারণে বেশির ভাগ কোচই পাওয়া যাচ্ছে না। তবে, বোর্ড আশাবাদী আগামী সপ্তাহে ভালো কোনো সংবাদ আসতে পারে। জুনে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার আগে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তাই খুব দ্রুতই কোচের খরা কাটিয়ে উঠতে হবে পাকিস্তানকে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link