More

Social Media

Light
Dark

পেসারদের ওপরই ভরসা

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের সাথে জায়গা পেয়েছেন চার পেসার। স্কোয়াড দেখেই বোঝা যাচ্ছে পেসারদের প্রাধান্য দিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকও জানিয়েছেন পেস নির্ভর বোলিং আক্রমণ নিয়েই মাঠে নামবেন তাঁরা। আর স্কোয়াডে এতো পেসার রাখার কারণে পেসারদের ভিতর প্রতিযোগিতা হবে বলেও মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

মুমিনুল বলেন, ‘হ্যাঁ আমাদের বোলিং অ্যাটাক পেস নির্ভর হবে। আমাদের আধিক্য এতে কম হবে না আশা করি। পেসারদের প্রতিযোগিতাই বেশি হবে। যারা আগে খেলেছে তারাই তো সবচেয়ে বেশি নির্ভরযোগ্য আমার কাছে মনে হয়। রাহি, এবাদত, তাসকিন। তারপর যদি বলেন শরিফুল, খালেদ, শহিদুল,৫-৬ জন যারা আছে আমার কাছে মনে হয় ওরাই সবচেয়ে নির্ভরযোগ্য, যারা নিয়মিত খেলছে।’

ads

কিন্তু দেশের মাটিতে ও দেশের বাইরে বাংলাদেশের খেলা সর্বশেষ টেস্ট গুলোর একাদশ ও পরিকল্পনা দেখে হয়তো এখনো অনেকেই নিশ্চিত না আদৌ পেসারদের প্রাধান্য দিয়ে একাদশ সাজাবে কিনা বাংলাদেশ। আর পেসারদের পারফরম্যান্সও কথা বলবে তাদের বিপক্ষেই।

কিন্তু সাম্প্রতিক খেলা ম্যাচ গুলোতে স্পিন নির্ভর একাদশ সাজালেও চার বছর আগে খেলা শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজে পেস আক্রমণেই ভরসা রেখেছিলো বাংলাদেশ। ২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ খেলা ঐ টেস্ট সিরিজের স্কোয়াডে চার স্পিনারের সাথে পাঁচ পেসার রেখেছিলো বাংলাদেশ।

প্রথম টেস্টের একাদশে দুই স্পিনারের সাথে রাখা হয়েছিলো তিন পেসার এবং দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা পেয়েছিলেন দুই পেসার। প্রথম টেস্টে পেসাররা পেয়েছিলেন ৬ উইকেট ও দ্বিতীয় টেস্টে দখল করেছিলেন ৭ উইকেট। তাই এই সিরিজেও হয়তো সেই পথেই হাটবে বাংলাদেশ।

এবার দুই স্পিনারের সাথে স্কোয়াডে রয়েছেন পেসার তাসকিন আহমেদ, এবাদত হোসেন আবু জায়েদ চৌধুরি রাহি ও শরিফুল ইসলাম। প্রথম টেস্টের একাদশে দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের খেলা প্রায় নিশ্চিতই বলা যায়।

এখন দেখার বিষয় দুই স্পিনারের সাথে বাংলাদেশ তিন পেসার খেলাবে নাকি অতিরিক্ত একজন ব্যাটসম্যান খেলাতে দুই পেসার খেলাবে। তবে একাদশ যেমনই হোক এটা অন্তত নিশ্চিতই বলা যায় অনেক দিন পর পেসারদের প্রাধান্য দিয়ে একাদশ সাজাচ্ছে বাংলাদেশ।

এর আগে সর্বশেষ বাংলাদেশের টেস্ট স্কোয়াডে চার বা তারও বেশী পেসার দেখা গিয়েছিলো গত বছরের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে। ঐ সিরিজের স্কোয়াডে পাঁচ পেসার থাকলেও একাদশে জায়গা হয়েছিলো মাত্র দুই জনের।

আর বাংলাদেশের খেলা সর্বশেষ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে একমাত্র পেসার ছিলেন মুস্তাফিজুর রহমান ও দ্বিতীয় টেস্টে ছিলেন শুধু মাত্র আবু জায়েদ চোধুরি রাহি। আরো একটু পিছনে গেলে দেখা যায় ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পেসার ছাড়াই মাঠে নেমেছিলো স্বাগতিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link