More

Social Media

Light
Dark

নিলামের বাড়াবাড়ি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম নিয়ে আলোচনা যেন থামছেই না। দুই দিনের এই মেগা নিলামে দেখা গিয়েছে দারুণ কিছু সাইনিং। বিশ্বের সেরা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি গুলো। উঠে এসেছে বেশ কিছু নতুন মুখও। আবার অবিক্রিত থেকে গেছেন অনেক তারকা ক্রিকেটারও।

তবে প্রতিবারের মত এবারের আইপিএল নিলাম নিয়েও আছে চেনা এক সমালোচনা। নিলামে কিছু ক্রিকেটার বিক্রি হন চড়া দামে। সমালোচনা আছে আইপিএলে অনেক ক্রিকেটার তাঁদের বাজারমূল্য থেকে বেশি দামে বিক্রি হন। এবারের নিলামেও দেখা গিয়েছে এমন কিছু সাইনিং। সেসব নিয়েই খেলা ৭১-এর এই তালিকা।

  • টিম ডেভিড (সিঙ্গাপুর)

সিঙ্গাপুরের একজন ব্যাটসম্যান আইপিএলে দল পাওয়াতেই গতবছর বেশ আলোচনা হয়েছিল। গত আইপিএলের শেষ লেগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাঁকে দলে ভিড়িয়েছিল। সেবার অবশ্য মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তবে এরপর বিগব্যাশে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন এই ক্রিকেটার।

ads

১৪ ম্যাচে ২১৮ রান করেছিলেন ১৬৩.৯১ স্ট্রাইকরেটে। ফলে পিঞ্চ হিটার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বেশ কার্যকর হতে পারেন টিম ডেভিড। তবে আইপিএলে একেবারে নতুন হিসেবে ৮.২৫ কোটি রূপি দাম পাওয়াটা একটু বাড়াবাড়িই মনে করা হচ্ছে।

  • শিভাম মাভি (ভারত)

পৃথ্বী শ’র নেতৃত্বে ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছিলেন। ভারতের এই পেস বোলারকে ২০১৮ সালেই কলকাতা নাইট রাইডার্স ৩ কোটি রূপিতে কিনেছিল।

এরপর দলটির হয়ে তিন মৌসুম খেলে ২৮.৬০ গড়ে নিয়েছেন ২৫ উইকেট। অসাধারণ কিছু এখনো করে দেখাতে পারেননি এই পেসার। অথচ এবার নিলামেও কলকাতা এই পেসারকে দলে ভিড়িয়েছে ৭.২৫ কোটি রূপিতে।

  • খলিল আহমেদ (ভারত)

রাজস্থানের এই পেসার গত দুই আইপিএল মৌসুমে মোট ৭ টি ম্যাচ খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। ৭ ম্যাচ খেলে তাঁর ঝুলিতে আছে মাত্র ৫ উইকেট। তবে এবার বিজয় হাজারে ট্রফিতে এক ম্যাচে ৩৬ রান দিয়েই ৪ উইকেট তুলে নিয়েছিলেন।

তবে, নিজেকে এখনো সেভাবে প্রমাণ করতে পারেননি এই পেসার। তবুও দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে ভিড়াতে বড় অঙ্কের টাকাই খরচ করেছে। নিলামে তাঁকে কিনেছে ৫.২৫ কোটি রূপিতে।

  • লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)

এবারের আইপিএলে সবচেয়ে ব্যায়বহুল বিদেশি ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন। নিলাম থেকে ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে পাঞ্জাব কিনেছে ১১.৫০ কোটি রূপিতে। বিধ্বংসী এই ব্যাটসম্যান অবশ্য আইপিএলে ম্যাচ খেলেছেন মাত্র ৯ টি।

গতববছর রাজস্থান রয়্যালসের হয়ে ৫ ম্যাচ খেলে করেছিলেন মাত্র ৪২ রান। ফলে এবার আর রজাস্থান এই অলরাউন্ডারকে দলে ভিড়ায়নি। তবে পাঞ্জাব ইংল্যান্ডের এই ক্রিকেটারকে দলে নিয়েছে চড়ামূল্যেই।

  • ক্রুনাল পান্ডিয়া (ভারত)

ভারতের এই স্পিন বোলিং অলরাউন্ডারও এবার আইপিএলে বেশ বড় অংকে বিক্রি হয়েছেন। ২০১৬ সালে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম এই অলরাউন্ডারকে দলে নিয়েছিল ২ কোটি রূপি দিয়ে।

এরপর আন্তর্জাতিক ক্রিকেটেও ভারতের হয়ে রঙিন পোশাকে অভিষিক্ত হয়েছেন তিনি। তবে এবার আইপিএলের নতুন দল লাকনো সুপার জায়েন্টস তাঁকে দলে ভিড়িয়েছে ৮.২৫ কোটি রূপিতে।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link