More

Social Media

Light
Dark

পর্তুগালের ছায়াতলেই আছেন রোনালদো

সুইজারল্যান্ডের বিপক্ষে একাদশে জায়গা না পাওয়া নিয়ে কোচের সাথে দ্বন্দ্বে কাতার ছাড়ার হুমকি দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো; এমন খবর উড়ে বেড়াচ্ছিলো চারদিকে। পর্তুগাল দলে ভাঙনও দেখতে পেয়েছিলেন অনেকে। কিন্তু সব আলোচনার ইতি টানতেই যেন চাইলেন রোনালদো। সাফ জানিয়ে দিলেন, বাইরের কোনো শক্তির এসব আলোচনা তার দলের একতা ভাঙতে পারবে না।

ক্যারিয়ারেই প্রথমবারের মত পারফরম্যান্সের কারণে প্রথম একাদশ থেকে বাদ পড়ছেন এই পর্তুগীজ সুপারস্টার। এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে রোনালদোকে তুলে নেন কোচ ফার্নান্দো সান্তোস। কিন্তু সেসময় মুখে অসন্তোষ এর ছাপ স্পষ্ট ছিলো রোনালদোর। এই অসন্তোষ নিয়ে আবার নিজের অখুশির কথা সংবাদ সম্মেলনে জানান কোচ সান্তোস।

তাই পর্তুগালের ড্রেসিং রুম যে ভালো অবস্থায় নেই সেই আভাসই পাওয়া যাচ্ছিল। এরপরই পর্তুগীজ সংবাদ মাধ্যম রেকর্ড প্রতিবেদন করে, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে একাদশে থাকবেন না বুঝতে পেতে কোচের সাথে তর্কে জড়িয়ে কাতার ছেড়ে যাবার হুমকিও দিয়েছিলেন রোনালদো। আগুনে ঘি ঢালার মতই কাজ করছিলো রেকর্ড এর এই খবর।

ads

এদিকে পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘রোনালদো কখনোই কাতার ছেড়ে যাবার কথা বলেননি। রোনালদো প্রতিনিয়ত জাতীয় দল এবং দেশের জন্য অনন্য রেকর্ড করে যাচ্ছে এবং এটিকে আমাদের সকলের সম্মান জানানো উচিত।’

এসব আলোচনা ভালোভাবে নেননি রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোনালদো খোলাসা করেছেন সব কিছু নিয়ে। টুইটারে রোনালদো লিখেছেন, ‘আমাদের দল এমনই একটা গ্রুপ যারা খুবই একতাব্ধ। এই একতা বাইরের কোনো শক্তি ভাঙতে পারবে না।আমরা এমনই একটা জাতি যারা কোনো পরিস্থিতিতেই ভয় পায় না। এমনই একটা দল আমরা যারা স্বপ্ন পূরণের জন্য শেষ পর্যন্ত লড়ব। আমাদের ওপর বিশ্বাস রাখুন।’

পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা রোনালদো আন্তর্জাতিক ফুটবলেই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সামনের ফেব্রুয়ারিতেই ৩৮ এ পা দিতে চলা রোনালদো ফর্ম পড়তির দিকে বেশকিছু সময় ধরেই। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশ থেকে বাদ পড়া রোনালদোর তাই জাতীয় দলেএকাদশ থেকে বাদ পড়ার আলোচনাও চলছিলো বেশ কিছুদিন ধরেই।

কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে পর্তুগাল। আগের ম্যাচেই দুর্দান্ত হ্যাটট্রিক করা গঞ্জালো রামোসই রোনালদোর জায়গায় প্রত্যাশিত ভাবে হয়তো আবারো থাকছেন প্রথম একাদশে। ফলে, রোনালদোর অপেক্ষা বাড়ছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link