More

Social Media

Light
Dark

ব্ল্যাকক্যাপসদের প্রতাপে ম্লান পাকিস্তান

অকল্যান্ডে নিউজিল্যান্ডের রানপাহাড়ে চাপা পড়লো পাকিস্তান। নিউজিল্যান্ডের দেওয়া ২২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংস জুড়ে ম্যাচে থাকলেও শেষ পর্যন্ত পাকিস্তানকে  থামতে হয়েছে ১৮০ রানে। আর তাতে বৃথা বাবর আজমের অর্ধশতকও।

এ দিন শুরুতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরে যান ডেভন কনওয়ে। তবে কনওয়ে ফিরলেও ফিন অ্যালেন আক্রমণাত্বক ব্যাটিংয়ে ঠিকই বড় সংগ্রহের ভিত্তি পেয়ে যায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের হয়ে এরপর ইনিংস সামলেছেন কেন উইলিয়ামসন ও ড্যারিল মিশেল। উইলিয়ামসন খেলেন ৫৭ রানের ইনিংস। আর ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলেন ড্যারিল মিশেল। এতেই ২০০ পেরোনো সংগ্রহের দেখা পায় কিউইয়ারা। শেষদিকে শাহীন আফ্রিদি ৩ উইকেট তুলে নিলেও তা নিউজিল্যান্ডের রানগতি থামাতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ২২৬ রান যোগ করে কিউইরা।

ads

বোলারদের ব্যর্থতার দিনে রানতাড়ায় অবশ্য জ্বলে উঠেছিল পাকিস্তানি ব্যাটাররা। ইনিংসের শুরুতেই আক্রমণাত্বক মেজাজে ব্যাটিং করে পাকিস্তানকে দারুণ শুরু এনে দিয়েছিলেন সাইয় আয়ুব। তবে ৮ বলে তাঁর খেলা ২৭ রানের ইনিংসটি রানআউটে কাঁটা পড়ে। এরপর পাকিস্তানের ইনিংসে হাল ধরেছিলেন বাবর আজম।

তবে নিউজিল্যান্ডের রানপাহাড় টপকাতে তা যথেষ্ট ছিল না। ৩৫ বলে ৫৭ রানের ইনিংস খেলে ফিরলে কার্যত পাকিস্তানের জয়ের আশা সেখানেই থেমে যায়। এরপর ইফতিখার, আজম খান থেকে শুরু করে লোয়ার অর্ডারের কেউই আস্থার প্রতীক হয়ে উইকেটে দাঁড়াতে পারেনি।

শেষ পর্যন্ত ২ ওভার বাকি থাকতে ১৮০ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। শেষ ৯ বলে তাঁরা হারায় শেষ ৩ উইকেট। ফলত, ৪৬ রানের জয় পায় নিউজিল্যান্ড।  নিউজিল্যান্ডের হয়ে একাই ৪ উইকেট নেন টিম সাউদি।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link