More

Social Media

Light
Dark

অলিভার হোয়াইটহাউস, ইংল্যান্ডের বালক বিস্ময়

গ্যারি সোবার্স থেকে কাইরন পোলার্ড— ওভারের সবকটা বল সীমানা ছাড়া করার তালিকাটা কালের স্রোতে ক্রিকেটে কম হয়নি। টানা তিন বলে তিন উইকেট তুলে নিয়ে ‘হ্যাটট্রিক’ কীর্তিতে নাম লেখানো বোলারের তালিকাটাও বেশ লম্বা। কিন্তু এক ওভারে সবকটা বলেই উইকেট তুলে নেওয়া! এ তো বিস্ময়কর ভাবনার নামান্তর।

কিন্তু সেই অবিশ্বাস্য কাজটাই করে দেখিয়েছে ১২ বছরের এক খুদে প্রতিভা। ব্রমসগ্রুভ ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব-১২ দলের ক্রিকেটার  এই কীর্তিতে নাম লিখিয়েছে গত ৯ জুনে। ককহিল অনূর্ধ্ব-১২ বিপক্ষে এক ওভারের ৬ বলেই ৬ উইকেট তুলে নিয়েছে সে।

ম্যাচে অবশ্য মাত্র দুটি ওভারেই বল করেছে হোয়াইটহাউস। আর সে দুই ওভারে কোনো রান খরচ না করেই নিয়েছে ৮ উইকেট। এক ওভারে ৬ টি, আর অপর ওভারে সে পেয়েছে দুটি উইকেট।

ads

এক ওভারের সবকটা বলেই উইকেট তুলে নেওয়ার কীর্তিতে নিজেও বেশ উচ্ছ্বসিত অলিভার হোয়াইটহাউস। ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন,  ‘এটা এককথায় অবিশ্বাস্য।’

ব্রমসগ্রোভ ক্রিকেট ক্লাবের প্রথম দলের অধিনায়ক জেডেন লেভিটও তো এমন কীর্তির ব্যাপারটা বিশ্বাসই করে উঠতে পারছেন না। তিনি জানিয়েছেন, ‘ও যা করেছে, সেটা আমি বিশ্বাসই করে উঠতে পারছিলাম না। এক ওভারে ডাবল হ্যাটট্রিক করা মোটেই সহজ কোনো কাজ নয়। আমার মনে হয়, ও বড় না হওয়া পর্যন্ত এর তাৎপর্যই উপলব্ধি করে উঠতে পারবে না।’

অলিভার হোয়াইটহাউসের অবশ্য রক্তেই মিশে আছে ক্রীড়াদক্ষতা। তাঁর নানি অ্যান জোন্স ছিলেন টেনিস খেলোয়াড়। শুধু তাই নয়, অ্যান জোন্স জিতেছিলেন গ্র্যান্ডস্ল্যামও। ১৯৬৯ সালে মেয়েদের বিভাগে উইম্বলডন শিরোপা গিয়েছিল অ্যান জোন্সের হাতে ।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link