More

Social Media

Light
Dark

কর্তারা সিদ্ধান্ত নেয়, অধিনায়ক পালন করে!

গত কয়েক বছরে ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এসবের মাঝে চোখে লাগার মত একটা পরিবর্তন এসেছে কোচিং স্টাফে। আগে দুই তিনজনের প্যানেল থাকলেও এখন যেকোনো দলের সঙ্গে ঘুরে বেড়ান বিশাল এক বহর; যেখানে কোচদের পাশাপাশি থাকেন মেন্টর, ডিরেক্টর, এনালিস্টরা।

অতিরিক্ত কোচিং স্টাফ আর ম্যানেজম্যান্টের প্রভাব অধিনায়কের ভূমিকাকে সীমাবদ্ধ করছে বলে মনে করছেন ভারতের সাবেক ব্যাটার অজয় ​​জাদেজা। তিনি বলেন, ‘আমার কাছে এটা দুর্ভাগ্যজনক মনে হয়। আমরা যখন বড় হয়েছি তখন অধিনায়ক ছিল সে, যে দলকে পরিচালিত করতো এবং ফলাফলের জন্য দায়ী ছিল।’

এই ধারাভাষ্যকার আরও যোগ করেন, ‘অধিনায়ক ঠিক করতো আপনি কিভাবে খেলবেন, আপনার এপ্রোচ কেমন হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন আর ছেলেরা খেলা পরিচালনা করে না। বরং আমরা যারা ড্রেসিংরুমে বসে থাকি তাঁরাই খেলা চালান।

ads

বয়স ভিত্তিক দলের প্রসঙ্গ তুলে ধরে জাদেজা বলেন, ‘অনূর্ধ্ব-১৫ দলের একটা ছেলে কিন্তু কখনোই পিচ দেখার সুযোগ পায় না। ব্যাটিং করবে নাকি বোলিং করবে সেটা ঠিক করার জন্য কোচ থাকেন। তো একটি বাচ্চা যখন খেলতে শুরু করে, তখন সে কোন সিদ্ধান্ত নেয় না, পিচ দেখে না। সে কখনোই ভাবেই না কেন সে ম্যাচ হেরেছে বা কখন কোন বোলারকে ব্যবহার করা যেত।’

সেজন্য কিছুটা হতাশ সাবেক এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘ক্রিকেটের যে শিক্ষা এখন দেয়া হচ্ছে, তা একেবারে সঠিকভাবে দেয়ার চেষ্টা করা হচ্ছে। আমি বলতে চাচ্ছি, এতে কোনো ভুল নেই। কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি খেলাধুলা করা মানে আপনার বেড়ে ওঠা। ভুল করা এবং শেখাটা জরুরী।’

অধিনায়কত্ব ইস্যুতে নিজের পছন্দের কথাও অকপটে জানিয়েছেন এই তারকা। তিনি বলেন, ‘আমাদের যে অধিনায়ক আছে সে নিজেই যেন সিদ্ধান্ত নেয়। কারণ দিন শেষে এটি এমন একটি খেলা, প্রতি বলেই গতি পরিবর্তন করে। তাই কোচের পক্ষে প্রতি বলে নির্দেশনা দেয়া সম্ভব নয়। এমন অবস্থায় আপনি সেরাটা চাইলে অধিনায়ককে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link