More

Social Media

Light
Dark

হাসপাতালে জাকের, তবে শঙ্কামুক্ত

অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গেলো জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে, ফিল্ডিং করতে গিয়ে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে এনামুল হক বিজয় এবং জাকের আলী অনিকের মাঝে। বিজয় তেমন চোট না পেলেও গুরুতরভাবে আঘাত পেয়েছেন জাকের। দ্রুত হাসপাতালে নিতে হয়েছে তাঁকে, কিছুটা সুস্থ হয়ে উঠলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের তখন প্রথম ইনিংস, প্রমোদ মাধুশানকে বোলিং করছিলেন তাসকিন আহমেদ। সেসময় ক্যাচ তুলে দেন লঙ্কান ব্যাটার, কোন রকমের যোগাযোগ ছাড়াই জাকের ও বিজয় ছুটে যান বলের দিকে। এক পর্যায়ে একে অপরের সঙ্গে ধাক্কা খান তাঁরা।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে লাইমলাইটে উঠে এসেছিলেন জাকের। কিন্তু দুই ওয়ানডের দলে ছিলেন না তিনি, পরবর্তীতে লিটন দাসের অফ ফর্মের কারণে স্কোয়াডে নেয়া হয় তাঁকে। একাদশে সুযোগ না পেলেও ফিল্ডিং করতে মাঠে নামার সুযোগ আসে তাঁর সামনে।

ads

যদিও সেটির পরিণতি সুখকর হয়নি, খেলার মাঠ ছেড়ে হাসপাতালের বিছানায় থাকতে হচ্ছে এই তরুণকে। জানা গিয়েছে, ঘাড় ও বাহুতে ব্যাথা পেয়েছেন তিনি, চোটের বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়।

অবশ্য এদিন বাংলাদেশ শিবিরে ইনজুরি বারবার আঘাত হেনেছে। বিজ্ঞাপনী বোর্ডের সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেয়েছিলেন সৌম্য সরকার, সেজন্য আগেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তাঁর বদলী হিসেবে নেমেই দুর্ভাগ্যের মুখোমুখি হয়েছেন জাকের।

এছাড়া পুরো শরীরে ক্র্যাম্প ছড়িয়ে পড়ায় মুস্তাফিজুর রহমান এক ওভার না করেই স্ট্রেচারে করে ড্রেসিংরুমে ফিরে যান – সবমিলিয়ে শেষ দশ ওভারে ছন্নছাড়া হয়ে গিয়েছিল টাইগাররা।

ইনজুরির কবল থেকে বাঁচতে পারেননি আম্পায়াররাও। চট্টগ্রামের তীব্র গরমের কাছে হার মেনেছেন রিচার্ড কেটেলবার্গ, বাধ্য হয়ে তাঁর জায়গায় ম্যাচ পরিচালনা করেছেন তানভীর আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link