More

Social Media

Light
Dark

রোহিত শর্মার অধিনায়কত্ব কি হুমকির মুখে?

রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের কাপ্তানি পেয়েছেন খুব বেশি দিন হয়নি। সংখ্যাতত্ত্বের দিক দিয়ে বিচার করলে তাঁর অধিনায়কত্বের পরিসংখ্যানও বেশ সুখকর। কিন্তু এর মাঝেও যেন ব্যর্থতার এক ধরনের সুর ভেসে বেড়ায় প্রায়শই।

কারণ, অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটে যা দিয়ে গিয়েছেন সেই যাত্রায় সেখানেই যেন একটা দাঁড়ি চিহ্ন বসে গেছে। বিরাট কোহলিকে দিয়েও সেই চিত্র পাল্টায়নি। এমনকি আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মাও সেই শিরোপা খরার ব্যর্থতার বৃত্ত ভাঙার পথে নেই।

সমস্যাটা সেখানেও না। রোহিত শর্মা খাতা কলমে তিন ফরম্যাটের অধিনায়ক হলেও তাঁকে টানা অধিনায়কত্ব করতে দেখা যায় কম। ইনজুরি কিংবা বিশ্রামের কারণে মাঝেমধ্যেই সিরিজ থেকে অব্যাহতি নেন। তাই ভারতকেও অন্তর্বর্তীকালীন অধিনায়ক দিয়ে বেশ কিছু সিরিজ শেষ করতে হয়।

ads

এই অধারাবাহিকতার জন্য ভারতকেও ঠিক বৈশ্বিক টুর্নামেন্টে প্রত্যাশিত রূপে খুঁজে পাওয়া যায় না। প্রায় এক দশক হতে চলল ভারতের কোনো বৈশ্বিক শিরোপা নেই। বরাবরই তারকা সমৃদ্ধ এক দল ভারত। কিন্তু প্রতিটা টুর্নামেন্টেই ‘যত গর্জে তত বর্ষে না’ উক্তিটির একটা রূপায়ন করার অভ্যাস বানিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া।

আর সেই জেরে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও উঠেছে অনেক প্রশ্ন। এ নিয়ে জরুরি এক তলবে রিভিউ মিটিংয়ে বসেছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ইন্ডিয়া (বিসিসিআই)। সে মিটিংয়ে উপস্থিত ছিলেন ভারতের অধিনায়ক, কোচ থেকে শুরু করে নির্বাচক প্যানেল ,বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ এবং সভাপতি রজার বিনি। তবে বোর্ডের ভিতরের সূত্র বলছে, রোহিতের অধিনায়কত্ব নিয়ে চারপাশে বেশ কিছু গুঞ্জন ছড়ালেও, বোর্ড তাঁকে নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট।

এমনকি তারা চলমান টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ওঠার ব্যাপারেও বেশ আশাবাদী। এ নিয়ে বিসিসিআই-এর এক সূত্র বলছে, ‘রোহিত শর্মা এখন ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। আপাতত তাঁর এই পদে ভবিষ্যতে বহাল থাকার ব্যাপারে কোনো আশঙ্কা নেই। অধিনায়ক হিসেবে তাঁর রেকর্ড যথেষ্ট ভাল।’

মূলত সে মিটিংয়ে প্রধান আলোচ্য বিষয় ছিল আগামী ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের পরিকল্পনা আর কেন্দ্রীয় নির্বাচক প্যানেল নিয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্ত। আগামী বিশ্বকাপের জন্য ২০ জন ক্রিকেটারের একটা পুল তৈরির দিকে মনযোগ দিচ্ছে বিসিসিআই। যাদেরকে পুরো বছরে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। এরপর বিশ্বকাপের জন্য একটি দল তৈরি করা হবে। আপাতত এমন একটা পরিকল্পনার দিকে এগোচ্ছে বিসিসিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পুরো নির্বাচক প্যানেল অপসারণ করার একটি খবর শোনা গিয়েছিল। তবে আপাতত বিসিসিআই চেতন শর্মা নেতৃত্বাধীন এই প্যানেলের উপরেই ভরসা রাখতে যাচ্ছে। অবশ্য এই প্যানেলেরই অনেকের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এখন তাদের স্থলে কারা নির্বাচক কমিটিতে আসতে যাচ্ছেন তা আগামী সপ্তাহে জানানো হবে বলে নিশ্চিত করা হয়েছে।

চেতন শর্মা নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হবেন কিনা তা এখনই নিশ্চিত করে কিছু জানায়নি বিসিসিআই। অবশ্য তিনি চেয়ারম্যান না হলেও নর্থ জোনের হয়ে রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করবেন। সে ক্ষেত্রে চেয়ারম্যান হয়ে আসতে পারেন বর্তমানে সাউথ জোনের হয়ে কাজ করা ভেঙ্কটেশ প্রসাদ।

তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, অতি নাটকীয় কিছু না হলে চেতন শর্মাকেই নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হিসেবে পরবর্তী মেয়াদে দেখা যেতে পারে। কারণ রিভিউ মিটিংয়ের পর বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘নির্বাচক কমিটিতে অবশ্যই চেতন শর্মাকে অগ্রাধিকার দেওয়া হবে। আর মাত্র মাস দশেকের পরেই ঘরের মাটিতে বিশ্বকাপ। তাই এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে চেতন আর হরভিন্দরকে নির্বাচক কমিটিতে অবশ্যই লাগবে। তাদের অভিজ্ঞ্রতা আমাদের দারুণভাবে সহায়তা করবে।’

নতুন নির্বাচক কমিটিতে পূর্বাঞ্চল থেকে আসতে পারেন শিব সুন্দর দাস। ভারতের হয়ে ২১ টি টেস্ট খেলা এ প্রাক্তন ক্রিকেটার এবার ভারতের পূর্বাঞ্চল থেকে নির্বাচক হওয়ার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে আছেন। তবে পশ্চিমাঞ্চল থেকে এ দায়িত্বে আসার দৌড়ে আবার রয়েছেন তিন জন। মুকুন্দ পার্মার, সলীল আংকোলা, সামির দীঘির মধ্যে একজন ঢুকে যেতে পারেন ভারতের কেন্দ্রীয় নির্বাচক প্যানেলে।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link