More

Social Media

Light
Dark

সেমির দুয়ারে নিউজিল্যান্ড

নামিবিয়াকে ৫২ রানে হারিয়ে সেমির দৌড়ে আরেক পা এগিয়ে গেলো নিউজিল্যান্ড। তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ব্ল্যাকক্যাপসরা।

১৬৪ রানের বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা বেশ দারুন ভাবে করে নামিবিয়া। ওপেনিং জুটিতেই ৪৭ রান তুলে দুই ওপেনার স্টিফেন বার্ড ও মাইকেল ভ্যান লিঙ্গেন। ওপেনিং জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখছিলো নামিবিয়া। এরপর মাত্র ৮ রানের ব্যবধানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নামিবিয়া। স্টিফেন বার্ড ২১ এর পর লিঙ্গেন ফেরেন ২৫ রানে। অধিনায়ক গারহার্ড ইরাসমাস ফেরেন মাত্র ৩ রানে।

এরপর জ্যান গ্রিনের সাথে জুটি গড়ে এগোতে থাকেন ডেভিড উইসে। দু’জনে মিলে গড়েন ৩৩ রানের জুটি। এরপর দলীয় ৮৬ রানে টিম সাউদির বলে ব্যক্তিগত ১৭ বলে ১৬ রানে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন উইসে। ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে তখন ব্যাকফুটে নামিবিয়া।

ads

শেষ ৫ ওভারে নামিবিয়ার প্রয়োজন ছিলো ৭৮ রান! সাউদি, বোল্টদের দাপটে খুব বেশিদূর যেতে পারেনি নামিবিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে নামিবিয়া। ৫২ রানের জয় নিয়ে সেমি থেকে মাত্র এক পা দূরে কিউইরা।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৩০ রান করে করে মার্টিন গাপটিল-ড্যারেল মিশেলরা। এরপর ডেভিড উইসের শিকার হয়ে ব্যক্তিগত ১৮ বলে ১৮ রান করে বিদায় নেন গাপটিল। এরপর দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনের সাথে ১৩ রান যোগ করতেই আউট মিশেল। ১৫ বলে ১৯ রান করেন মিশেল। এরপর তৃতীয় উইকেটে কনওয়ের সাথে ৩৮ রানের জুটি গড়েন উইলিয়ামসন। নামিবিয়ার অধিনায়ক গারহার্ড ইরাসমাসের বলে বোল্ড হয়ে ফিরেন উইলিয়ামসন।

বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতেও হিমসিম খাচ্ছিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। ৮১ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে তখন ব্ল্যাকক্যাপসরা। পরের ওভারেই রান আউটের শিকার হয়ে আউট ডেভন কনওয়ে! ৮৭ রানে ৪ উইকেট! নামিবিয়ার সামনে ধুঁকছিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। তবে বাকি পথটা নিজেদের মতো করে সাজান জিমি নিশাম ও গ্লেন ফিলিপস। দু’জনের ৩৬ বলে ৭৬ রানের তান্ডবে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৩ রানের পুঁজি গড়ে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস সর্বোচ্চ ২১ বলে ৩৯ ও নিশাম ২৩ বলে করেন ৩৫ রান। নামিবিয়ার পক্ষে স্কলজ ও ইরাসমাস শিকার করেন এক উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ

নিউজিল্যান্ড – ১৬৩/৪ (২০ ওভার); ফিলিপস ৩৯(২১)*, নিশাম ৩৫(২৩)*, উইলিয়ামসন ২৮(২৫); স্কলজ ৩-০-১৫-১, ইরাসমাস ৪-০-২২-১, উইসে ৪-০-৪০-১।

নামিবিয়া – ১১১/৭ (২০ ওভার); লিঙ্গেন ২৫(২৫), গ্রিন ২৩(২৭), বার্ড ২১(২২, উইসে ১৬(১৭); সাউদি ৪-০-১৫-২, বোল্ট ৪-০-২০-২, স্যান্টনার ৪-০-২০-১, নিশাম ১-০-৬-১, সোধি ৩-০-২২-১।

ফলাফলঃ নিউজিল্যান্ড ৫২ রানে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link