More

Social Media

Light
Dark

আবারো নিরাপত্তাঝুঁকিতে বাতিল পাকিস্তান সফর!

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে নিউজিল্যান্ড। তাই উত্তেজনার মাত্রাটাও ছিলো অনেক বেশি। তবে, প্রতিক্ষিত সেই সিরিজ বাতিল হলো ম্যাচ মাঠে গড়ানোর আগেই। গতকাল পর্যন্ত যেখানে ক্রিকেটাররা নিরাপত্তা নিয়ে বেশ খুশি ছিলেন, সেখানে ম্যাচের আগ মূহুর্তে নিরাপত্তাজনিত কারণেই বাতিল হলো পাকিস্তান ও নিউজিল্যান্ডের সিরিজ। এমনকি দ্রুতই নিউজিল্যান্ডের ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।

মূলত নিউজিল্যান্ড সরকারের সিকিউরিটি অ্যালার্টের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রেস রিলিজের মাধ্যমে জানায় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। নিউজিল্যান্ডের সিকিউরিটি টিমের পরামর্শ অনুযায়ী এমন সিদ্ধান্ত নিচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট। আপাতত এ বিষয়ে বিস্তারিত কিছুই খোলাসা করেনি কেউই।

তিন ম্যাচ ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর শেষে গত ১২ সেপ্টেম্বর পাকিস্তানের উদ্দেশ্যে পাড়ি জমায় কিউইরা। আজ ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হওয়ার কথা ছিলো দুই দলের। এদিকে ম্যাচের কিছুক্ষণ আগে নিউজিল্যান্ড সরকারের এমন নিষেধাজ্ঞার পর হোটেল থেকে আর মাঠে জাননি ক্রিকেটাররা।

ads

নিরাপত্তাজনিত হুমকির কারণে নিউজিল্যান্ডের আপত্তি জানানোতে পাকিস্তান দলও আর মাঠে জায়নি। নিউজিল্যান্ড সরকারের নিরাপত্তা দলের পরামর্শের পরই নিউজিল্যান্ড ক্রিকেট থেকে খেলোয়াড়দের প্রতি বিশেষ বার্তা পাঠানো হয়। আর সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী সিরিজটি বাতিল করছে নিউজিল্যান্ড ক্রিকেট; এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।

ডেভিড বলেন, ‘ আমি জানি এটা পাকিস্তান ক্রিকেটের জন্য বড় ধাক্কা। তারা সবকিছুই বেশ ভালোভাবে আয়োজন করেছে। তবে, আমাদের কাছে প্লেয়ারদের নিরাপত্তাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা মনে করি আপাতত আমাদের হাতে এটাই সবচেয়ে ভালো অপশন ছিলো।’

নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ হিথ মিলস বলেন, ‘ আমরা এই প্রক্রিয়ার মধ্যেই আছি এবং যে সিদ্ধান্ত এসেছে তার প্রতি সমর্থন জানাই। খেলোয়াড়েরা সম্পূর্ণ নিরাপদে আছে। ‘

নিরাপত্তাজনিত বিষয়ে তারা কোনো সমস্যা দেখেছে কি’না কিংবা কোনো তথ্য পেয়েছে কিনা এ ব্যাপারে আপাতত বিস্তারিত কিছুই জানায়নি নিউজিল্যান্ড ক্রিকেট। এমনকি খেলোয়াড়দের দেশ ছাড়ার ব্যাপারে কিভাবে কি আয়োজন করা হচ্ছে সে ব্যাপারেও কোনো তথ্য জানা যায়নি।

আর মাত্র এক মাস পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে নিরাপত্তাজনিত কারণে সিরিজ বাতিল হওয়াটা পাকিস্তানের জন্যও মোটেও শুভকর নয়। ২০০৯ সালে শ্রীলঙ্কান দলের উপর বন্দুকধারীদের হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচে ক্রিকেটাররা। এরপর দীর্ঘসময় পাকিস্তানে সফর করেনি কোনো আন্তর্জাতিক দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link