More

Social Media

Light
Dark

কেমন হলো এনসিএল দলগুলো?

অপেক্ষার পালা শেষ। দীর্ঘ বিরতির পর আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে দেশের ঘরোয়া লিগ। গতকাল সূচি প্রকাশের পর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিটা দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টে অংশ নেবে ৮টি দল। প্রতিটা দলের স্কোয়াডে ১৪ জন করে ক্রিকেটার রয়েছে। তবে এবারের লিগে জাতীয় দলের ক্রিকেটারদের দেখা যাবে না। কারণ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে রয়েছে মুশফিক-তামিমরা। নিউজিল্যান্ড থেকে ফিরেই টেস্ট চ্যাম্পিনশিপের দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ।

ঘোষিত স্কোয়াড অনুযায়ী বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হকের নেতৃত্বে তুলনামূলক শক্তিশালী স্কোয়াড গড়েছে চট্টগ্রাম বিভাগ। মমিনুল হকের সাথে চট্টগ্রামের হয়ে আরো খেলবেন ইয়াসির আলি রাব্বি, শামিম হোসেন পাটোয়ারি, ইরফান শুক্কুর ও মাহমুদুল হাসান জয়ের মতো তরুণ ক্রিকেটাররা।

ads

চট্টগ্রাম তারুণ্য নির্ভর স্কোয়াড গড়লেও তুষার ইমরান ও ইমরুল কায়েসদের নিয়ে অভিজ্ঞতা সম্পূর্ন স্কোয়াড সাজিয়েছে খুলনা। আর শুভাগত হোম, সাইফ হাসান, আব্দুল মজিদ, রনি তালুকদার, মাহিদুল ইসলাম অঙ্কন, নাজমুল ইসলাম অপু ও সুমন খানদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে ঢাকা বিভাগ।

তারণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে স্কোয়াড সাজিয়েছে রাজশাহী বিভাগ। জহুরুল ইসলাম,  জুনাইদ সিদ্দিক, সাব্বির রহমান, ফরহাদ রেজা, সানজামুল ইসলাম ও তাইজুল ইসলামের মতো অভিজ্ঞদের সাথে রাজশাহীর স্কোয়াডে রয়েছে তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয় ও শফিকুল ইসলামের মতো তরুণেরা।

সাদমান ইসলাম, শামসুর রহমান শুভ, মার্শাল আইয়ুব, আবু হায়দার রনি ও আমিনুল ইসলাম বিপ্লবদের নিয়ে ঢাকা মেট্রোও চ্যালেঞ্জ দিতে পারে যে কোন দলকে। মোহাম্মদ আশরাফুল, ফজলে রাব্বি মাহমুদ ও কামরুল ইসলাম রাব্বিদের নিয়ে দল সাজিয়েছে বরিশাল বিভাগ।

এছাড়া সোহারাওয়ার্দি শুভ, নাসির হোসেন এবং আকবর আলিরা মাঠে নামবেন রংপুরের হয়ে এবং অলক কাপালি, এনামুল হক জুনিয়র, আবু জায়েদ চোধুরি রাহি, সৈয়দ খালেদ আহমেদ ও এবাদত হোসেন খেলবেন সিলেট বিভাগের হয়ে।

সূচি অনুযায়ী ২২ মার্চ জাতীয় লিগের প্রথম রাউন্ড শুরু হওয়ার পর ২৬ এপ্রিল ৬ষ্ঠ রাউন্ড শুরু হওয়ার মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। জাতীয় লিগের এবারের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে বিকেএসপি, খুলনা, রাজশাহী ও বরিশালে।

  • চট্টগ্রাম বিভাগের স্কোয়াড:

মুমিনুল হক, ইয়াসির আলি, নাঈম হাসান, নোমান চৌধুরি, ইরফান হোসেন, মেহেদি হাসান রানা, পারভেজ হোসেন ইমন, শামিম হোসেন পাটোয়ারি, ইরফান শুক্কুর, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ, পিনাক ঘোষ, সাদিকুর রহমান।

  • খুলনা বিভাগের স্কোয়াড:

তুষার ইমরান, ইমরুল কায়েস, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, নাহিদুল ইরলাম, মইনুল ইসলাম সোহেল, আব্দুল হালিম, টিপু সুলতান, ইমরানউজ্জামান, রবিউল ইসলাম রবি, মাসুম খান টুটুল, মুসাদ্দেক ইফতেখার রাহি, অমিত মজুমদার, মিনহাজুর রহমান

  • ঢাকা বিভাগের স্কোয়াড:

নাদিফ চৌধুরি, শুভাগত হোম, সাইফ হাসান, আব্দুল মজিদ, রনি তালুকদার, তাইবুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, নাজমুল ইসলাম অপু, সুমন খান, সালাউদ্দিন শাকিল, হোসেন আলি, শাহবাজ চৌহান, জয়রাজ শেখ, আরাফাত সানি জুনিয়র

  • ঢাকা মেট্রোর স্কোয়াড:

সাদমান ইসলাম, আনিসুল ইসলাম ইমন, শামসুর রহমান শুভ, মার্শাল আইয়ুব, আল-আমিন, আজমির আহমেদ, রাকিবুল হাসান, আসিফ হাসান, জাহিদুজ্জামান সাগর, শহিদুল ইসলাম, আবু হায়দার রনি, জাবিদ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মানিক খান

  • বরিশাল বিভাগের স্কোয়াড:

মইনুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, ফজলে রাব্বি মাহমুদ, সালমান হোসেন ইমন, সৈকত আলি, আবু সায়েম চৌধুরি, মইন খান, সোহাগ গাজি, কামরুল ইসলাম রাব্বি, মনির হোসেন, তানভির ইসলাম, নুরুজ্জামান, শামসুল ইসলাম অনিক, লিংকন দে সঞ্জয়

  • রাজশাহী বিভাগের স্কোয়াড:

জহুরুল ইসলাম, তানজিদ হাসান তামিম, জুনাইদ সিদ্দিক, ফরহাদ হোসেন, অভিষেক মিত্র, তৌহিদ হৃদয়, সাব্বির রহমান, প্রিতম কুমার, ফরহাদ রেজা, সানজামুল ইসলাম, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম, মোহর শেখ অন্তর, আসাদুজ্জামান পায়েল

  • রংপুর বিভাগের স্কোয়াড:

সোহারাওয়ার্দি শুভ, সাজেদুল ইসলাম, নাঈম ইসলাম, নাসির হোসেন, আরিফুল হক, ধীমান ঘোষ, মাহমুদুল হাসান লিমন, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাহিদ জাভেদ, আকবর আলি, রিশাদ হোসেন, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, নুর আলম সাদ্দাম

  • সিলেট বিভাগের স্কোয়াড:

ইমতিয়াজ হোসেন, শানাজ আহমেদ, তৌফিক খান তুষার, অমিত হাসান, জাকির হাসান, জাকের আলি অনিক, অলক কাপালি, আসাদুল্লাহ গালিব, রাহাতুল ফেরদৌস জাভেদ, এনামুল হক জুনিয়র, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরি, রেজাউর রহমান রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link