More

Social Media

Light
Dark

মিরাজের বদলি নাঈম হাসান

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের সবচেয়ে কার্যকর ক্রিকেটারদের একজন মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের শুরু থেকেই বল হাতে মিরাজ তাঁর খেল দেখিয়ে যাচ্ছেন। তবে গত একবছরে ব্যাট হাতেও মিরাজ নিজেকে নতুন করে পরিচয় করিয়েছেন। বিশেষ করে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে মিরাজ দলের গুরুত্বপূর্ণ অংশ। তবে ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মেহেদী হাসান মিরাজ।

গতকালই বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন। তামিম ইকবালের মারা বলটা ক্যাচ ধরতে গিয়েই আঙুলে চোট পান এই অলরাউন্ডার। সাথে সাথেই মাঠ থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এক্স-রে করতে। আজ অবশ্য জানা গেল আঙুলের চোঁটটা বেশ গুরুতরই। এই ইনজুরির কারণে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও পাওয়া যাচ্ছেনা মিরাজকে।

বল হাতে সাকিব, তাইজুলদের সঙ্গ দেয়া মিরাজকে তাই ভালো ভাবেই মিস করবে বাংলাদেশ দল। এছাড়া মিরাজ থাকলে দলের ব্যাটিং লাইন আপের গভীরতাটাও অনেক বাড়ে। ফলে মিরাজকে ছাড়া ঘরের মাঠে টেস্ট একাদশ সাজাতে বেশ বেগ পোহাতে হবে বাংলাদেশ দলকে।

ads

তবে বিসিবি সূত্রে জানা যায় মিরাজের বদলি হিসেবে বিবেচনায় আছেন নাঈম হাসান। চট্টগ্রামের এই স্পিনারকে হয়তো দ্রুতই দলে ডাকা হতে পারে বলে জানা যায়। কেননা মিরাজের জায়গায় একজন অফ স্পিনারকে নিতে চায় বাংলাদেশ দল। এছাড়া ঘরোয়া ক্রিকেটে নাঈম হাসানের ব্যাটিং এর উন্নতির ছাপও স্পষ্ট। ফলে নাঈমকেই মিরাজের জায়গায় বিবেচনা করছে বাংলাদেশ দল।

ওদিকে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল এই স্পিনারের। ক্যারিয়ারের প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপর থেকেই ঘরের মাঠে বাংলাদেশের হয়ে নিয়মিত টেস্ট ক্রিকেট খেলে যাচ্ছিলেন নাঈম হাসান। এমনকি গতবছর মিরপুরে খেলা নিজের শেষ ইনিংসেও তিন উইকেট নিয়েছিলেন।

তবে নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে রাখা হয়নি এই স্পিনারকে। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলেও ছিলেন না তিনি। তবে মিরাজের ইনজুরিতে কপাল খুলছে এই স্পিনারের।

আন্তর্জাতিক ক্রিকেটে অনেকদিন ধরে না থাকলেও ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মেই ছিলেন এই স্পিনার। এবারের বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) তিন ম্যাচ খেলে তুলে নিয়েছিলেন ১৪ উইকেট। ম্যাচ কম খেলেও ছিলেন আসরের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি। এছাড়া ব্যাট হাতেও শেষ দিকে ভালো ইনিংস খেলতে পেরেছিলেন। এরপর বগুড়ায় বাংলা টাইগার্সের ক্যাম্পেও ছিলেন তিনি।

ফলে অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও প্রস্তুতই আছেন চট্টগ্রামের এই স্পিনার। নাঈম হাসানও মনে করেন সুযোগ আসলে নিজের সেরাটা দেয়ার জন্য তৈরি তিনি। খেলা ৭১ কে নাঈম বলেন, ’আমি ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে যাচ্ছিলাম। এছাড়া ঘরের মাঠে টেস্ট দলে আমাকে সবসময়ই রাখা হয়। এবার যদিও রাখা হয়নি তবে যদি সুযোগ আসে আমি পুরোপুরিই প্রস্তুত। আমি চাই ফিরতে পারলে যেন আমার বোলিং দিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারি।‘

এছাড়া ব্যাট হাতেও নিজের প্রস্তুতির কথা জানান তিনি। নাঈম বলেন, ’মিরাজ ভাই থাকলে আমাদের ব্যাটিং লাইন আপটা অনেক বড় হয়। এছাড়া আমাকেও কোচরা বলেছিলেন যে ব্যাটিংটা নিয়ে আরেকটু কাজ করতে। আমিও চেষ্টা করেছি কাজ করার অন্তত শেষ দিকে যেন কিছু রান যোগ করতে পারি। ঘরোয়া ক্রিকেটেও মোটামুটি ভালো ব্যাটিং করেছিলাম। আশা করি সুযোগ আসলে বাংলাদেশের হয়েও সেটা করতে পারব।‘

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link