More

Social Media

Light
Dark

ডট বল করেই সফল নাসুম!

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ছোট লক্ষ্য দিয়েও নাসুম আহমেদের দুর্দান্ত বোলিংয়ে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এই স্পিনার জানিয়েছেন রান আটকিয়েই সফল হয়েছেন তিনি। আর তাকে ভালো বল করতে পরামর্শ ও সমর্থন দিয়েছেন দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম সাফল্য পান নাসুম আহমেদ। এরপর দ্বিতীয় স্পেল করতে এসে টানা তিন উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকেই ছিটকে দেন এই স্পিনার। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তিনি। ক্যারিয়ার সেরা বল করে হয়েছেন প্রথম বারের মত ম্যাচ সেরা।

নাসুম জানিয়েছেন ছোট পুঁজি নিয়ে বল করতে নেমেও কখনো চাপ নেননি তিনি। বরং সাকিব এবং মাহমুদউল্লাহর পরামর্শে ডট বল করার চেষ্টা করেছেন সব সময়। আগের ম্যাচে খারাপ করাতে আজ নাসুমের চিন্তা থাকলেও তিনি মনে করেন চাপ না নিয়ে একের পর এক ডট বল করেই সফল হয়েছেন তিনি।

ads

নাসুম বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল রান আটকিয়ে বল করা। ডট বল করা লক্ষ্য ছিল। ওটাই চেষ্টা করেছি, উইকেট পেয়ে গেছি। রিয়াদ ভাই আর সাকিব ভাই দুজন মিলেই আমাকে সমর্থন দিয়েছে। আমি বল করার সময় তারা কথা বলেছে। আমি ঐ রকমই করার চেষ্টা করেছি। চাপ ছিলো, কিন্তু চাপ নেইনি। লক্ষ্য ছিল ডট বল করা।’

তিনি আরো বলেন, ‘গতকাল যখন নেটে বল করছিলাম তখনই কোচ বলেছিল তোমার উপর অনেক দায়িত্ব। তখন থেকেই ভাবছিলাম কি করবো। শেষ ম্যাচে খুব বাজে বল করেছি। আমি একটু চিন্তিত ছিলাম। আজকে যখন ১৩১ রান করছি রিয়াদ ভাই বলতেছিল এই রান নিয়েই ফাইট করবো। জেতার জন্য চেষ্টা করবো। ডট বল করবো। প্রথম দুই বল করার পর সাকিব ভাই বললো এটা ভালো। সামনে করলে আরো ভালো হয়। ওটাই চেষ্টা করেছি।’

নাসুম জানিয়েছেন ১৩২ রানের পুঁজি নিয়ে বল করতে নামলেও জয় পেতে সব সময়ই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। তাদের বিশ্বাস ছিল এই রান নিয়েও জেতা সম্ভব। সাকিব আল হাসান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান সবাই দুর্দান্ত বল করেছেন।

মুস্তাফিজ ও শরিফুল শেষের দিকে দুটি করে উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছেন। এর আগে সাকিব ও মেহেদী দারুণ বোলিংয়ে অজিদের চেপে ধরেছিলেন। আর ব্যাট হাতে সাকিব করেছিলেন ৩৬ রান ও নাঈম শেখের ব্যাট থেকে এসেছিল ৩০ রান। শেষের দিকে আফিফ হোসেন করেছিলেন ২৩ রান। নাসুম মনে করেন সাবাই মিলে চেষ্টা করাতেই জয় পেয়েছেন তারা।

এই স্পিনার বলেন, ‘আমরা যে রান করছি সেটা ডিফেন্ড করা সম্ভব ছিল। উইকেটেও হেল্প ছিল। আমরা সেটা কাজে লাগানোর চেষ্টা করছি। আমার একটাই চিন্তা ছিলো যে আমরা খেলাটা জিতবো। সবাই মিলে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ্‌ জিতছি। সবার ইচ্ছা ছিল ভালো কিছু করে দেখানোর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link