More

Social Media

Light
Dark

চট্টগ্রামে খেলবেন না সেই নাসিম শাহ

চট্টগ্রাম টেস্ট শুরু হওয়ার একদিন আগেই ১২ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান। খেলবেন না তরুণ পেসার নাসিম শাহ। গেল ফেব্রুয়ারিতে এই নাসিম শাহই রাওয়ালপিন্ডি টেস্টে হ্যাটট্রিক করেছিলেন বাংলাদেশের বিপক্ষে।

এরপরও পেস বোলিং বিভাগ অবশ্য তারপরও মজবুত পাকিস্তানের। আছেন শাহীন শাহ আফ্রিদি কিংবা হাসান আলীরা। সাথে আছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফও।

প্রথম টেস্টে আরো দেখা যাবে না ১৯ সদস্যের দলে থাকা বিলাল আসিফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, কামরান ‍গুলাম, সউদ শাকিল ও জাহিদ মাহমুদ।  আরো বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। তিনি মূলত ব্যাক আপ উইকেটরক্ষক হিসেবেই দলে ছিলেন।

ads

তবে, সব ছাপিয়ে নাসিম শাহ’র বাদ পড়াটাই বড় খবর। কারণ অনেকদিন ধরেই পাকিস্তানের চোখে তিনি পেস বোলিংয়ের ‘নেক্সট বিগ থিঙ’।

যদিও, বাংলাদেশের বিপক্ষে সেই হ্যাটট্রিকের পর থেকেই ভাল সময়ে নেই নাসিম। পরে আরো চারটি টেস্ট খেলে পেয়েছেন মোটে সাতটি উইকেট। ফলে, তাঁর বাদ পরাটা মোটামুটি নির্ধারিতই ছিল।

বাংলাদেশের কন্ডিশন ও উইকেট মাথায় রেখে স্পেন ও স্পিনের কম্বিনেশনে দল গঠন করেছে পাকিস্তান দল।  জায়গা পাননি মোহাম্মদ আব্বাসের মত পেসারও। সাম্প্রতিক সময়ে তিনি পেস বোলিংয়ে ছিলেন পাকিস্তানের বড় অস্ত্র।

এই ১২ জনের দল থেকে কোন একজন বাদ পড়বেন? – এখন প্রশ্ন সেটাই। তবে, যতদূর বোঝা যাচ্ছে, আবদুল্লাহ শফিকের বাদ পড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাঁর চেয়ে এগিয়ে থাকবেন দু’বছর বাদে দলে ফেরা ইমাম উল হক।

পাকিস্তানে চলমান কায়েদ ই আজম ট্রফিতে দারুণ ফর্মে ছিলেন কিংবদন্তি ইনজামাম উল হকের ভাগ্নে ইমাম উল হক। পাঁচ ইনিংসে তিনি করেছেন ৪৮৮ রান। এর মধ্যে ছিল একটি অপরাজিত ডাবল সেঞ্চুরির ইনিংসও। এর সুবাদেই দলে আসা তাঁর, এবার হয়তো ম্যাচ খেলারও সুযোগ পাবেন।

কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। ম্যাচ শুরু হবে সকাল দশটায়। এরপর দ্বিতীয় টেস্ট শুরু হবে চার ডিসেম্বর থেকে। অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

  • ১২ সদস্যের পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম উল হক, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link