More

Social Media

Light
Dark

চিপকে মুস্তাফিজের কাটার ‘আত্মা উড়িয়ে দেবে’ ব্যাটারদের!

একমাত্র বাংলাদেশি হিসেবে আসন্ন ২০২৪ আইপিএল মাতাবেন মুস্তাফিজুর রহমান। দুবাইয়ের নিলামে ২ কোটি রুপির ভিত্তিমূল্যে তাঁকে দলে ভিড়িয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লির হয়ে খেলার অভিজ্ঞতা ছিল মুস্তাফিজের। ফলত, প্রথমবারের মতো চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাঠে নামবেন তিনি।

মুস্তাফিজের সাম্প্রতিক ফর্ম মোটেই ভাল যাচ্ছে না। এমতাবস্থায় তিনি আইপিএলে দল পাবেন কিনা, তা নিয়েও ছিল ধোঁয়াশা। তবে মুস্তাফিজে আস্থা রেখেছে চেন্নাই। আর চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজ যে ভয়ঙ্কর কিছু করবেন, এবার সেটিরই ভবিষ্যদ্বাণী করেছেন দলটির সাবেক ক্রিকেটার রবিচন্দন অশ্বিন। ভারতের এই স্পিনার মুস্তাফিজের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন চেন্নাইয়ের পিচে।

নিজের ইউটিউব চ্যানেলের লাইভে মুস্তাফিজকে নিয়ে অশ্বিন বলেন, ‘চিপকে মুস্তাফিজ তাঁর কাটার দিয়ে কী যে করবে তা ভাবতেই তো আত্মা কেঁপে উঠছে। চেন্নাই দারুণ কাজ করেছে। তাঁরা একদম ঠিক জায়গায় একজন দুর্দান্ত বোলারকে ভিড়িয়েছে।’

ads

অশ্বিনের সাথে এই লাইভ সেশনে যুক্ত ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক কম্পিউটার এনালিস্ট প্রসন্ন আগোরাম। অশ্বিনের সাথে সুর মিলিয়ে তাঁর কন্ঠেও মুস্তাফিজকে নিয়ে ঝরেছে প্রশংসা। চেন্নাইয়ের কেন তাঁকে দলে নেওয়া উচিৎ হয়েছে তার ব্যাখ্যায় তিনি বলেন, ‘অনেকেই জেরাল্ড কোয়েতজারকে বাদ দিয়ে মুস্তাফিজকে নেওয়ায় অখুশি হয়েছেন। কিন্ত বুঝতে হবে, চেন্নাইয়ের স্লো পিচে মুস্তাফিজ কতটা দুর্দান্ত হতে পারেন। সেখানে তাঁর কাটার, স্লোয়ার আনপ্লেয়েবল হবে। ওদের পাথিরানা খারাপ করলে, মুস্তাফিজ একাদশে ঢুকে যাবে। এতে করে দারুণ বিকল্প থাকছে চেন্নাই স্কোয়াডে।’

যদিও মুস্তাফিজকে নিয়ে এ দুজন প্রশংসা করলেও তাঁকে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশে কেউই রাখেননি। তবে অশ্বিন মনে করেন, মুস্তাফিজকে নিয়ে চেন্নাই চাণক্য নীতি প্রয়োগ করেছে।

আগামী মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে মুস্তাফিজ এবার একসঙ্গে খেলবেন ধোনির সাথে। ধোনির সান্নিধ্যে মুস্তাফিজ এখন নিজেকে কতটা শিখরে তুলতে পারে সেটিই দেখার বিষয়। সর্বশেষ আসরে ধোনির ছোঁয়ায় আনকোরা বোলার থেকে আলোচনায় এসেছিলেন পাথিরানা। মুস্তাফিজ এরই মধ্যে বেশ ক’বার নিজেকে লাইমলাইটে নিয়ে এসেছেন। তবে ধোনির সম্ভাব্য শেষ আইপিএলে অনেকেরই চোখ আটকে থাকবে চেন্নাইয়ের খেলায়। তাই নিজেকে প্রমাণের সুযোগটা এবার কাজে লাগাতেই পারেন দ্য ফিজ।

 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link