More

Social Media

Light
Dark

খেই হারানোর দলে…

সুযোগ পেয়ে তাঁর স্বদব্যবহার কেই বা না করতে চান? তবে সুযোগকে পুঁজি করে সবাই উপরে উঠতে পারে না সেটার প্রমাণ মুস্তাফিজুর রহমান। জোফরা আর্চারের ইনজুরিতে কপাল খুলে গেলেও একাদশে তার খেই হারানো পারফরম্যান্স ভক্ত-সমর্থকদের জন্য একরাশ হতাশার। যদিও, রাজস্থান রয়্যালসের মোটামুটি সবার অবস্থাই ছিল খেই হারানো।

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেলি হিসেবে এবারের আসরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুযোগ পান মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরে এয়ারপোর্ট থেকেই আবারো আইপিএলের উদ্দেশ্যে বিমান ধরেন ভারতের। সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে আজ নিজেদের প্রথম ম্যাচেই পাঞ্জাব কিংসের বিপক্ষে সুযোগ পান তিনি।

তবে সুযোগ পেয়ে দর্শক ও ভক্ত-সমর্থকদের হতাশ করেছেন নিজের বোলিং পারফরম্যান্সে। ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন ফিজ। নিজের প্রথম ওভারেই মায়াঙ্ক আগারওয়ালকে লেগ বিফোরের শিকার বানাতে পারতেন! কিন্তু বল মায়াঙ্কের পায়ে লাগার পর ফিজ-স্যামসনদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। স্যামসন রিভিউ নিতে চাইলেও মুস্তাফিজ ইশারা দেন বলটি স্টাম্প মিস করবে, যার কারণে স্যামসন রিভিউ নেননি। পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় বলটি স্টাম্প হিট করতো এবং সহজ একটি উইকেট ছিলো! দূর্ভাগা মুস্তাফিজ সেই ওভারে দেন ১১টি রান!

ads

নিজের দ্বিতীয় ওভার করতে এসে ৮ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি তিনি। এরপর মুস্তাফিজের ব্যক্তিগত তৃতীয় ওভারের প্রথম বলেই দারুন ছন্দে থাকা দিপক হুডার ক্যাচ উঠলেও ধরতে পারেননি ফিল্ডার! দ্বিতীয় বারের মতো ভাগ্য সহায় হয়নি তার। সেই ওভার থেকে তিনি দেন ১১ রান। ইনিংসের ১৯তম ও নিজের শেষ ওভার করতে এসে নো বল আর চার ছয়ের ফুলঝুরিতে ১৫ রান খরচা করেন ফিজ! শেষ পর্যন্ত চার ওভারে ৪৫ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি৷

অবশ্য শুধু যে মুস্তাফিজ একাই রান দিয়েছেন ব্যাপারটা এমন নয়; রাহুল-হুডার জোড়া ফিফটির দিনে ঝড়ো ইনিংস খেলেছেন দু’জনেই! ১৬ কোটি টাকায় নিলামে বিক্রি হওয়া ক্রিস মরিস দিয়েছেন ৪১ রান আর বিনিময়ে শিকার করেছেন দুই উইকেট। দু’টি সুযোগ বানালেও ভাগ্য সহায় না হওয়ায় মুস্তাফিজের নামে পাশে যোগ হয়নি কোনো উইকেট!

গত আসরে দল না পাওয়া মুস্তাফিজ এবারের আসরের নিলামে ১ কোটি রুপি ভিত্তি মূল্যর তালিকায় ছিলেন। সেখান থেকে নিলামে তাকে কিনে নেয় রাজস্থান রয়েলস। দলে জোফরা আর্চারের মতো পেসার থাকায় তিনি সুযোগ পাবেন কিনা সে বিষয়েও বেশ আলোচনা হয় গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগমাধ্যমেও।

তবে ভারতের বিপক্ষে সিরিজে চোট পাওয়ায় আইপিএলের প্রথম অংশের বেশ কিছু ম্যাচ থেকে ছিটকে গেছেন আর্চার৷ তিনি কবে নাগাদ দলের সাথে যোগ দিতে পারবেন সে বিষয়েও নিশ্চিত নয় এখনো! তবে সুযোগ পেয়ে তার সঠিক ব্যবহারটা করতে পারেননি ফিজ। কবে নাগাদ সেই আগের ফিজকে পাওয়া যাবে সেটার অপেক্ষায়ই আছে ভক্তকূল!

রাজস্থান রয়্যালস বোলিং আক্রমণ নিয়ে বড় রকমের সংকটেই পড়েছে। কারণ, মুস্তাফিজ তো বটেই – এক চেতন সাকারিয়া বাদে আর কারো বোলিংই প্রথম ম্যাচে সন্তোষজনক ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link