More

Social Media

Light
Dark

পিএসএল প্লাটিনাম ক্যাটাগরিতে মুস্তাফিজ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের এক মাত্র ক্রিকেটার হিসাবে প্লেয়ার্স ড্রাফটে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজকে রাখা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে।

মুস্তাফিজের সাথে বিদেশি কোটায় এই ক্যাটাগরিতে আরো রয়েছেন ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, রাইলি রুশো, রশিদ খান, মুজিব উর রহমান, অ্যালেক্স হেলস, থিসারা পেরেরা, সন্দীপ লামিচানে, ইমরান তাহির, ডেভিড মালানের মতো তারকারা।

ads

প্ল্যাটিনাম তালিকা প্রকাশ করে টুর্নামেন্টের কমার্শিয়াল পরিচালক বলেন, ‘আমরা কোভিড -১৯ এর অভূতপূর্ব পরিস্থিতি নিয়ে কাজ করে যাচ্ছি এবং প্লেয়ার এফটিপি ক্যালেন্ডার দ্বারা খেলোয়াড়ের প্রাপ্তি বাধাগ্রস্থ হওয়া সত্ত্বেও প্ল্যাটিনাম বিভাগের খেলোয়াড়দের স্টার স্ট্যাড তালিকা প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত।’

মুস্তাফিজ ছাড়া আরও বাংলাদেশী ক্রিকেটারকে দেখা যেতে পারে পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে। আপাতত শুধুমাত্র প্ল্যাটিনাম ক্যাটাগরির ক্রিকেটারদের তালিকায় প্রকাশ করা হয়েছে।

প্লেয়ার্স ড্রাফটের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পর আগামী ১০ জানুয়ারি লাহোরে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। প্লেয়ার্স ড্রাফট থেকেই নিজেদের পছন্দ মতো ক্রিকেটার দলে নিবেন ফ্র্যাঞ্চাইজি গুলো। আগামী ফেব্রুয়ারি-মার্চে মাঠে গড়াবে পিএসএলের ৬ষ্ঠ আসর।

এর আগেও পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজুর রহমানের। ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের জার্সিতে খেলেছিলেন তিনি। ওই আসরে অবশ্য মাত্র ৪ টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। ৪ ম্যাচে মাত্র ৬.৪৩ ইকোনোমিতে নিয়েছিলেন ৪ উইকেট। এক ম্যাচে ২২ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে অবদানও রেখেছিলেন এই পেসার।

গত বছরের শেষের দিকে শেষ হওয়া পিএসএলে ডাক পেয়েছিলেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। করোনা পজেটিভ হওয়াতে মাহমুদউল্লাহ যেতে না পারলেও পিসএলের গেল আসরেও মাঠ মাতিয়েছেন তামিম। এছাড়া এর আগে পিএসএলে খেলেছেন সাকিব আল হাসান,মাহমদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয় ও মুশফিকুর রহিম।

প্লাটিনাম ক্যাটাগরি: লেন্ডল সিমন্স, কার্লোস ব্রাথওয়েট, ক্রিস গেইল, এভিন লুইস, ডোয়াইন ব্রাভো, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, মঈন আলী, ডেভিড মালান, টম ব্যান্টন, কলিন ইনগ্রাম, ইমরান তাহির, রাইলি রুশো, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডাসেন, ডেল স্টেইন, মরনে মরকেল, ক্রিস লিন, থিসারা পেরেরা, ইসুরু উদানা, রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, মুস্তাফিজুর রহমান, এবং সন্দীপ লামিচানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link