More

Social Media

Light
Dark

বিপিএলে ঢাকার ডেরায় মুশফিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর শুরু হতে এখনো ঢ়ের বাকি। তবে দলগুলো এখনই স্কোয়াড গোছানোর তোড়জোড় শুরু করেছে। এই যেমন ফরচুন বরিশাল দলে ভিড়িয়েছে তামিম ইকবালকে, এছাড়া বিদেশীদের মাঝে ফখর জামানের সেবা নিশ্চিত করেছে দলটি।

এরই ধারাবাহিকতায় এবার মুশফিকুর রহিমের সঙ্গে চুক্তি করেছে ঢাকা। ২০২৪ সালের বিপিএলে ঢাকার জার্সিতে খেলবেন তিনি। নতুন বছর নতুন ফ্রাঞ্চাইজির অধীনে দেখা যাবে ঢাকাকে, তাই নতুন আইকন ক্রিকেটারও বেছে নিয়েছে দলটি।

এর আগে অবশ্য মাশরাফি বিন মর্তুজার অধীনে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তারুণ্যনির্ভর সিলেট হয়তো আকবর আলীর উপর ভরসা করতে চায় এবার, তাই মুশফিককে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

ads

গত মৌসুমে ঢাকা ডমিনেটর্সের ব্যানারে অংশ নিয়েছিল বিপিএলে। সৌম্য সরকার, নাসির হোসেনরা ঢাকার হয়ে খেললেও বলার মত তেমন কোন খেলোয়াড় ছিল না দলটিতে। তাইতো নতুন ফ্রাঞ্চাইজি এসেই চুক্তি করেছে দেশের অন্যতম জনপ্রিয় তারকা মুশফিককে। আগামী আসরে খুব সম্ভবত ঢাকার অধিনায়কত্বও করবেন তিনি।

অনেক দিন আগেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়া মুশফিকুর রহিমের ব্যাটে অবশ্য মরচে পড়েনি। টি-টোয়েন্টির মারকাটারি ব্যাটিং তাঁর ভালোই জানা আছে।

আপাতত জিম আফ্রো টি-১০ লিগে ব্যস্ত থাকা এই ব্যাটার রান করছেন প্রায় ২০০ স্ট্রাইক রেটে। প্রথম ম্যাচে ২৩ বলে ৪৬ রান করেছেন, পরের ম্যাচেও খেলেছেন ১৯ রানের ঝড়ো ইনিংস।

শুধু তাই নয়, বিপিএলে বাড়তে পারে দল সংখ্যাও। রাজশাহী বিভাগের নামে একটি নতুন প্রতিযোগী যোগ হতে পারে। সেক্ষেত্রে সাত দলের পরিবর্তে আট দলের টুর্নামেন্ট হবে। তবে কোন কিছুই এখনো নিশ্চিত নয়, আরো কিছুদিন পরেই হয়তো জানা যাবে বিপিএলের রূপরেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link