More

Social Media

Light
Dark

পারিবারিক কারণে দেশে ফিরছেন মুশফিক

পারিবারিক কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না মুশফিকুর রহিম। আজই ঢাকায় চলে আসবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকের বাকি অংশ না খেলার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটি জানিয়েছে, পারিবারিক কারণেই সিরিজের মাঝপথে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন সাবেক এই ব্যাটসম্যান।

বিসিবি জানিয়েছে, আজই দেশের উদ্দেশ্যে রওনা দেবেন মুশফিক। পারিবারিক কারণটা কি – সেটা অবশ্য খোলাসা করা হয়নি। তবে, যতদূর বোঝা যাচ্ছে – বিষয়টি খুবই গুরুতর। তাই তো সিরিজের মাঝপথে ফিরে আসতে হচ্ছে মুশফিককে। মুশফিকের পারিবারিক গোপনীয়তা বজায় রাখার জন্যও গণমাধ্যমের প্রতি অনুরোধ করেছে বিসিবি।

সফরে যাওয়ার আগে মুশফিক জানিয়েছিলেন টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরবেন তিনি। খেলবেন না টি-টোয়েন্টি সিরিজ। তবে গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিশ্চিত করে ছিলেন অস্ট্রেলিয়া সিরিজের বায়ো বাবলের ঝামেলার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন তিনি।

ads

তবে এক দিন পরই নিজের সিদ্বান্ত আবার পরিবর্তন করলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আজ মুশফিককে ছাড়াই তাই প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। মুশফিক নাম প্রত্যহার করে নেওয়াতে ওয়ানডে স্কোয়াডের সদস্য এখন ১৫ জন ও টি-টোয়েন্টি স্কোয়াডের সদস্য ১৬ জন।

প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ১৬ জুলাই থেকে হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৬ জুলাই প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর পর ১৮ জুলাই দ্বিতীয় ওয়ানডে এবং ২০ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডতে মাঠে নামবে দুই দল।

ওয়ানডে সিরিজ শেষে একই মাঠে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জুলাই। ২৫ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার পর ২৭ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

  • ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।
  • টি-টোয়েন্টি স্কোয়াড: তামিম ইকবাল, নাঈম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, সাকিব আল হাসান, লিটন দাস, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link