More

Social Media

Light
Dark

মুম্বাইয়ের বোলিং গ্রেট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে সফল দলটার নাম মুম্বাই ইন্ডিয়ানস। ২০১৩ সালে প্রথমবারের মতো আইপিএল শিরোপা ঘরে তুলেছিল দলটা। এরপর আরো চারবার আইপিএলের শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে মুম্বাই ইন্ডিয়ানস। তো পেন্টাজয়ী মুম্বাই ইন্ডিয়ানসের ইতিহাসের সেরা উইকেটশিকারী বোলার কারা? চলুন দেখে নেওয়া যাক।

  • ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)

২০১৯ সালের নিলামে কিউই এ পেসারকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। আর প্রথম বারের মতো মুম্বাইয়ের জার্সি গায়ে চাপিয়েই ২০২০ আইপিএলে দারুণ বোলিং করেছিলেন ট্রেন্ট বোল্ট। সেবারে মুম্বাইয়ের চ্যাম্পিয়ন হওয়ার যাত্রায় বোলিং ইউনিটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এ পেসার। ৭.৯৭ ইকোনকিতে ১৫ ম্যাচে নিয়েছিলেন ২৫ উইকেট।

ads

ট্রেন্ট বোল্ট এরপরে মুম্বাইয়ের হয়ে আরো দুই আসর খেলেছিলেন। পরের দুই আসর মিলিয়ে নিয়েছিলেন ২৯ উইকেট। সব মিলিয়ে আইপিএল ক্যারিয়ারে মুম্বাইয়ের হয়ে ৫৪ উইকেট নিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের ইতিহাসের শীর্ষ ৫ উইকেটশিকারীদের মধ্যে ঢুকে যান এ কিউই পেসার।

মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে তিন মৌসুম কাটানো বোল্ট অবশ্য এবারের আইপিএলে মাঠ কাপাবেন অন্য দলের হয়ে। এবারের আইপিএলে তাঁর নতুন ঠিকানা হয়েছে রাজস্থান রয়্যালস শিবিরে।

  • ৪। মিশেল ম্যাকগ্লেনাঘান (নিউজিল্যান্ড)

মুম্বাই ইন্ডিয়ানসের ইতিহাসে শীর্ষ উইকেটশিকারীদের মধ্যে পরের নামটিও একজন কিউই পেসারের। মুম্বাইয়ের হয়ে চার মৌসুম খেলেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ম্যাকগ্লেনগান। আর তাতে ৫৬ ম্যাচে ৭১ টি উইকেট নিয়েছেন এ পেসার।

২০১৫ সালের আইপিএলের মুম্বাই ইন্ডিয়ানসের শিরোপা জেতার পিছনে বল হাতে দারুণ ভূমিকা রেখেছিলেন ম্যাকগ্লেনগান। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে সেবার লাসিথ মালিঙ্গার পর মুম্বাইয়ের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনি।

২০১৫ এর পর ২০১৭ সালেও আইপিএল শিরোপা জিতেছিল মুম্বাই ইন্ডিয়ানস। আর সে আসরেও বল হাতে দারুণ সফল ছিলেন এ পেসার। ১৪ ম্যাচে নিয়েছিলেন ১৯ উইকেট।

  • হরভজন সিং (ভারত)

মুম্বাই ইন্ডিয়ানসের সাথে হরভজন সিংয়ের পথচলাটা দীর্ঘ দিনের। ২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত টানা ১০ মৌসুম এই দলের হয়েই খেলেছেন এ স্পিনার। আর সেই দীর্ঘ পথযাত্রায় মুম্বাইয়ের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় অবধারিতভাবেই আছেন হরভজন।

মুম্বাইয়ের জার্সি গায়ে আইপিএলে ১৩৬ ম্যাচে ১২৭ টি উইকেট নিয়েছেন হরভজন। যা মুম্বাইয়ের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে হরভজন সেরা মৌসুম কাটিয়েছিলেন ২০১৩ সালের আইপিএলে। সেবার ১৯ ম্যাচে ২৪ উইকেট নিয়ে দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে দারুণ ভূমিকা রেখেছিলেন এ স্পিনার।

  • জাসপ্রিত বুমরাহ (ভারত)

ইনজুরির কারণে এবারের আইপিএল খেলা হচ্ছে না জাসপ্রিত বুমরাহর। তবে মুম্বাইয়ের হয়ে ১১ বছরের আইপিএল ক্যারিয়ারে দারুণ সময় কাটিয়েছেন এ পেসার। এখন পর্যন্ত ১২০ ম্যাচে নিয়েছেন ১৪৫ টি উইকেট।

মুম্বাই ইন্ডিয়ানসের সবশেষ শিরোপা জয়ের পিছনে বল হাতে দুর্দান্ত ভূমিকা রেখেছিলেন বুমরাহ। ২০২০ এ হওয়া সেবারের আইপিএলে ২৭ উইকেট নিয়েছিলেন তিনি।

আইপিএলের ইতিহাসে ভারতীয় পেসারদের মধ্যে ভূবনেশ্বর কুমারের পরেই সর্বোচ্চ উইকেটের মালিক এ পেসার। তবে মুম্বাই ইন্ডিয়ানসের অলটাইম টপ উইকেট টেকার হতে বুমরাহ’র এখনও প্রয়োজন ২৬ টি উইকেট।

  • লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

মুম্বাই ইন্ডিয়ানসের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। আইপিএল ক্যারিয়ারে এই একটি দলের হয়েই খেলেছেন লঙ্কান এ পেসার।

মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ২০০৯ সালে সর্বপ্রথম মাঠে নেমেছিলেন মালিঙ্গা। এরপরে ২০১৮ সালের আসর বাদে খেলেছেন ২০১৯ আইপিএল পর্যন্ত। এ দীর্ঘ সময়ে ১২২ ম্যাচে ১৭০ টি উইকেট নিয়েছেন এ পেসার। এর মধ্যে আইপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার স্বরূপ একবার পার্পল ক্যাপও জিতেছিলেন মালিঙ্গা। ২০১৩ সালের আইপিএলে সেবার ১৬ ম্যাচে ২৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হন তিনি।

অবশ্য মুম্বাই ইন্ডিয়ানসের ইতিহাসের সেরা বোলারের এখন দেখা মিলবে অন্য ডাগআউটে। ক্রিকেট থেকে অবসরের পর এখন রাজস্থান রয়্যালসের বোলিং কনসালটেন্ট হিসেবে কাজ করছেন সাবেক এ লঙ্কান পেসার।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link