More

Social Media

Light
Dark

টি-টোয়েন্টিতে এক ভেন্যুর রান পাহাড়

ক্রিকেটে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে মাঠ এবং পিচের আচরণ। বোলাররা যেমন বাউন্সি কিংবা স্পিনিং পিচ চান, তেমনি ব্যাটারদের চাওয়া ফ্ল্যাট পিচ। কিছু স্টেডিয়াম আবার তাঁর পছন্দের ব্যাটারদের যেন দিয়েছে দুহাত ভরে। আসুন দেখে নেয়া যাক টি টোয়েন্টিতে নির্দিষ্ট স্টেডিয়ামে সর্বোচ্চ রান করা চার ব্যাটসম্যানকে।

  • মুশফিকুর রহিম (মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম)

শেরেবাংলা স্টেডিয়াম বরাবরই পয়মন্ত বাংলাদেশের জন্য। অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে এই মাঠেই হারিয়েছে টাইগাররা। মুশফিকুর রহিম এক যুগের বেশি সময় ধরে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন।

ads

টি টোয়েন্টিতে নির্দিষ্ট কোনো ভেন্যুতে সর্বোচ্চ রান তাঁর দখলে। মিরপুর যেন দুহাত ভরে দিয়েছে তাঁকে, এই ভেন্যুতে ১২৩ ইনিংসে তাঁর সংগ্রহ ২৭৮৬ রান। মিরপুরে স্লো পিচে যেখানে বাকি ব্যাটাররা টিকে থাকতে হিমশিম খান, সেখানে দাঁড়িয়ে মুশফিক ব্যাট করে যান স্বাচ্ছন্দ্যে। তাঁর ব্যাটে ভর করেই বড় বড় দলগুলোকে হারিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে ঠিকই রানের ধারাটা বজায় রেখেছেন মিরপুরের স্টেডিয়ামে।

  • বিরাট কোহলি (এম চিন্নাস্বামী স্টেডিয়াম)

বিশ্বের সর্বত্রই ব্যাট হাতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বিরাট কোহলি। নিজেকে প্রতিষ্ঠা করেছেন সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে। তবে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম যেন কোহলির বেশিই আপন। এই মাঠে নামলে কখনোই যেন অল্পতেই ফেরেন না তিনি।

তাছাড়া আইপিএলে তাঁর দল আরসিবির ঘরের মাঠ চিন্নাস্বামী। ফলে এই মাঠের বাইশ থেকে শুরু করে সবকিছু তাঁর নখদর্পনে। টি টোয়েন্টিতে এই মাঠে তিনি দারুণ ধারাবাহিক। ৮৯ ম্যাচে ২৭৬২ রান করে এই ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে। এই মাঠে তিন শতকের পাশাপাশি ১৮ অর্ধশতক আছে তাঁর।

  • অ্যালেক্স হেলস (ট্রেন্টব্রিজ)

অ্যালেক্স হেলস যেন ইংল্যান্ডের জন্য মধুর এক সমস্যার নাম। মাঠের পারফরম্যান্সে সবসময় সামনের সারিতেই ছিলেন। কিন্তু মাঠের বাইরের শৃঙ্খলাজনিত কারণে জাতীয় দল থেকে নির্বাসনে ছিলেন অনেকদিন। তবে ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরেই জানান দিয়েছেন নিজের সামর্থ্যের। ইনিংস উদ্বোধন করতে নেমে ঝড়ো শুরু এনে দিয়ে দলকে জিতিয়েছেন বিশ্বকাপ।

সুদূর অজি মূলুকে বিশ্বকাপ জেতালেও হেলসের পছন্দের মাঠ কিন্তু ট্রেন্টব্রিজ। ইংল্যান্ডের এই মাঠে ঘরোয়া এবং আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রান করেছেন দেদারসে। এই মাঠে ৯০ ম্যাচে ২৭৪৯ রান করে তিনি আছেন এই তালিকার তৃতীয় স্থানে। মাঝের বছরতিনেক জাতীয় দলের বাইরে না থাকলে নিশ্চিতভাবেই তিনি তালিকার আরো উপরের দিকে থাকতেন।

  • মাহমুদউল্লাহ রিয়াদ (মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম)

তর্কসাপেক্ষে বাংলাদেশের ইতিহাসের সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। কার্যকরী অফস্পিনের পাশাপাশি শেষ দিকে নেমে ঝড়ো ব্যাটিং করতে তাঁর জুড়ি মেলা ভার। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ফর্মের সাথে যুঝলেও ফর্মে থাকাকালীন নিজের পজিশনে ছিলেন বিশ্বসেরাদের একজন। বিশেষ করে নিদাহাস ট্রফির ম্যাচে শ্রীলংকার বিপক্ষে তাঁর ম্যাচ জেতানো ছক্কার গল্প আজো ঘুরেফিরে শোনা যায় বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মুখে।

মিরপুরের মাঠ আজীবনই পয়মন্ত রিয়াদের জন্য। টি টোয়েন্টি ফরম্যাটে তাই নির্দিষ্ট ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার তালিকায় রিয়াদ স্থান করে নিয়েছেন চার নম্বরে। মিরপুরের মাঠে ১৩২ ম্যাচে তাঁর সংগ্রহ ২৭২৩ রান। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ব্যাট করেছেন লোয়ার মিডল অর্ডারে। উপরের দিকে ব্যাট করার সুযোগ পেলে হয়তো রেকর্ডটা আরো উন্নত থাকতো রিয়াদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link