More

Social Media

Light
Dark

টেস্টের ছক্কা মানব

টি-টোয়েন্টির যুগে ছক্কার বন্যা হলেও, টেস্টে আজও ব্যাপারটা বন্যার পর্যায়ে যায়নি। টেস্ট আজো টেম্পারমেন্টের খেলা। এখানে ছক্কা হাঁকাতে হয় বুঝে শুনে।

এর মধ্যেও কারও কারও জন্য ছক্কা হাঁকানো বাঁ-হাতের খেল, সাদা পোশাকেও। বিশেষ করে এই যুগে টেস্টে কয়েকজন ব্যাটার ছক্কা দিয়ে রানটা বাড়িয়ে নিতে পছন্দ করেন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এক সিরিজের সর্বোচ্চ ছক্কা আদায়কারীদের নিয়ে আমাদের এবারের আয়োজন।

  • যশস্বী জয়সওয়াল – ২৬ ছক্কা (ভারত)

ads

ভারতীয় ক্রিকেটের নতুন সম্পদ বয়স ভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা যশস্বী জয়সওয়াল। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দারুণ ফর্মে থাকা এই টপ-অর্ডার ব্যাটার হাঁকান ২৬ টি ছক্কা। দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ ছক্কার এটাই বিশ্ব রেকর্ড।

  • রোহিত শর্মা – ১৯ ছক্কা (ভারত)

২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হিটম্যান খ্যাত রোহিত হাঁকান ১৯ টি ছক্কা। একদিক থেকে রোহিতের রেকর্ডও অনন্য। কারণ তিনি এই ছক্কা হাকান তিন ম্যাচের টেস্ট সিরিজে।

  • শিমরন হেটমায়ার – ১৫ ছক্কা (ওয়েস্ট ইন্ডিজ)

বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালে ক্যারিবিয়ান ব্যাটার শিমরন হেটমায়ার হাঁকান ১৫ টি ছক্কা। সিরিজটা ছিল কেবল দুই টেস্টের। মানে প্রতি টেস্টে গড়ে ৭.৫ টি করে ছক্কা হাকাতে হয় হেটমায়ারকে।

  • বেন স্টোকস – ১৫ ছক্কা (ইংল্যান্ড)

পাঁচ টেস্টের সিরিজে বেন স্টোকস হাঁকান ১৫ টি ছক্কা। ঘটনা ২০২৩ সালের অ্যাশেজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link