More

Social Media

Light
Dark

ছক্কা হজমে সবার ওপরে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই চার-ছক্কার ফুলঝুরি, ব্যাটারদের দাপট। ব্যাটারদের দাপটে অনেক ক্ষেত্রেই বোলাররা অসহায় বোধ করেন। আর টি-টোয়েন্টিতে ছক্কা হজম করাটা বোলারদের জন্য স্বাভাবিক ব্যাপার। ছক্কাও হজম করবেন আবার উইকেটও নিবেন – টি-টোয়েন্টি ফরম্যাটে এটাই বোলারদের জন্য স্বাভাবিক এক চিত্র। তবে আইপিএল ইতিহাসে কোনো মৌসুমে সর্বোচ্চ ছক্কার লজ্জার রেকর্ডে নাম থাকা যেকোনো বোলারের জন্যই হতাশার।

তেমনই কিছু হতাশাজনক অধ্যায় নিয়ে আমাদের এবারের আয়োজন। এই তালিকায় ঠাই পেয়েছেন আইপিএল ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ছক্কা হজম করা বোলাররা।

  • মোহাম্মদ সিরাজ – ৩১, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (২০২২)

পঞ্চদশ আসরটা বল হাতে দু:স্বপ্নের মত কেটেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পেসার মোহাম্মদ সিরাজের। ১৫ ম্যাচে ৫১৪ রান দিয়ে মাত্র ৯ উইকেট নিয়েছেন এই পেসার। ১০.৮ ইকনমিতে বল করে এবারের আসরের সবচেয়ে খরুচে বোলারদের তালিকায় নাম লেখান সিরাজ।

ads

সেই সাথে গড়েন এক লজ্জার রেকর্ড। এক মৌসুমে সর্বোচ্চ ছক্কা হজমের লজ্জার রেকর্ডে নাম তুলেন তিনি। পঞ্চদশ আসরে ছক্কা হজম করেছেন ৩১টি।

  • ওয়ানিন্দু হাসারাঙ্গা – ৩০, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (২০২২)

এক মৌসুমে সর্বোচ্চ ছক্কা হজমের রেকর্ডে দ্বিতীয়তে আছেন ব্যাঙ্গালুরুর আরেক তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই স্পিনার পঞ্চদশ আসরে ১৬ ম্যাচে ছক্কা হজম করেছেন ৩০টি।

তবে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে আছেন এই স্পিনার। ১৬ ম্যাচে ৭.৫৪ ইকনমিতে নিয়েছেন ২৬ উইকেট। দশ দলের টুর্নামেন্ট হওয়ায় বল হাতে সিরাজের মতই ছক্কা হজম করতে হয়েছে বাকিদের তুলনায় একটু বেশি।

  • ডোয়াইন ব্রাভো – ২৯, চেন্নাই সুপার কিংস (২০১৮)

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন ডোয়াইন ব্রাভো। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে আসছেন লম্বা সময় ধরে। তবে আইপিএলের মঞ্চে বল হাতে সবচেয়ে বাজে মৌসুম পার করেছেন ২০১৮ সালে।

সেবার ২৯ ছক্কা হজম করেন এই অলরাউন্ডার। ১৬ ম্যাচে ৯.৯৬ ইকনমিতে শিকার করেছিলেন ১৪ উইকেট। এই ১৪ উইকেট নিতে ১৬ ছক্কা দিয়েছেন প্রতিপক্ষের ব্যাটারদের। আইপিএলে এক আসরে সর্বোচ্চ ছক্কা হজমের রেকর্ডে আছেন তিনে।

  • যুজবেন্দ্র চাহাল – ২৮, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (২০১৫)

ব্যাঙ্গালুরুর জার্সিতে বেশ কয়েক মৌসুম খেলেছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ২০১৫ আসরে বল হাতে ছিলেন ফর্মের তুঙ্গে; সেবার টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি।

তবে সেই সাথে ওই আসরের সর্বোচ্চ ছক্কাও হজম করেন তিনি। সেবার ১৫ ম্যাচে ৮.৮৬ ইকনমিতে শিকার করেন ২৩ উইকেট; ছক্কা হজম করেন ২৮টি।

  • যুজবেন্দ্র চাহাল – ২৭, রাজস্থান রয়্যালস (২০২২)

আইপিএল ইতিহাসের সবচেয়ে লম্বা আসরটা পঞ্চদশ আসর। দশ দলের টুর্নামেন্ট হওয়ায় ম্যাচের সংখ্যা বেশি, পারফরম করার সুযোগও থাকছে বেশি।

এই আসরে বল হাতে উড়ন্ত ফর্মে আছেন চাহাল। ২০১৫ সালে ব্যাঙ্গালুরুর জার্সি গায়ে হজম করেছিলেন ২৮ ছক্কা। সাত আসর পর এবার এক আসরে হজম করলেন ২৭ ছক্কা। অবশ্য টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link