More

Social Media

Light
Dark

বিশ্বকাপের রান পাহাড়

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব ইতোমধ্যেই শেষ। ১২ দলকে নিয়ে সপ্তাহ দুয়েকের সে লড়াইজুড়ে ছিল চাপা উত্তেজনা, উচ্ছ্বাস আর সীমাহীন উৎকণ্ঠা। এখন সেই পর্বশেষে টিকে রয়েছে আর মাত্র চারটি দল। এবারের আসরে শিরোপা কাদের হাতে উঠবে তা জানার জন্য আর মাত্র ৩ টি ম্যাচের অপেক্ষা।

তবে, নকআউট পর্ব অর্থাৎ সেমি ফাইনাল শুরুর আগে জেনে নেওয়া যেতে পারে, সুপার টুয়েলভে কারা রানের ফোয়ারা ছড়িয়ে ছিলেন। টুর্নামেন্ট জুড়ে নিজের উইকেট আগলে রেখে ধ্রপদী সব শটের মুগ্ধতা ছড়িয়ে যারা এবার সর্বোচ্চ রানের তালিকায় নিজেকে নিয়ে গেছেন, তাদের নিয়েই খেলা ৭১-এর আজকের আয়োজন। 

  • বিরাট কোহলি (ভারত): ২৪৬ রান 

ads

এবারের বিশ্বকাপে সুপার-১২ পর্বে সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি।  ৫ ম্যাচে ১২৩ ব্যাটিং গড়ে করেছেন ২৪৬ রান। এর মধ্যে ৫ ম্যাচে করা তিন ফিফটির তিনটিতেই তিনি অপরাজিত ছিলেন। সর্বোচ্চ ৮২ রানের ইনিংসটি তিনি খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে।

এমনিতে এক টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ডটা এখন পর্যন্ত বিরাট কোহলিরই। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ৩১৯ রান করেছিলেন। অর্থাৎ এবারের বিশ্বকাপে আর ৭৪ টি রান করলে ৮ বছর আগে গড়া নিজের রেকর্ডটি তিনি নিজেই এবার ভাঙবেন। 

  • সুরিয়াকুমার যাদব (২২৫ রান)

বিরাট কোহলির পরেই আছেন টি-টোয়েন্টি ক্রিকেটের বর্তমান সেনসেশন সুরিয়াকুমার যাদব। এ বারের আসরে সুপার টুয়েলভ রাউন্ডে ৭৫ গড়ে রান করেছেন ২২৫। নক আউট পর্বের এক্স ফ্যাক্টর হতে পারেন তিনি।

বিরাট কোহলির মতো তিনিও হাঁকিয়েছেন তিনটি ফিফটি। তবে পুরো বিশ্বকাপজুড়ে তার স্ট্রাইক রেট ছিল ১৯৩.৭৬! আর ভারতের চার জয়ের মধ্যে দুটিতেই হয়েছেন ম্যাচ সেরা। 

  • গ্লেন ফিলিপস ( ১৯৫ রান) 

এ বারের আসরের দ্বিতীয় সেঞ্চুরিটি এসেছিল গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে খেলেছিলেন ১০৪ রানের ইনিংস। সেঞ্চুরির পরের ম্যাচেও ছিলেন ছন্দে।

ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন ফিফটি। এক সেঞ্চুরি আর এক ফিফটিতে তাই সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনে উঠে এসেছেন ফিলিপস। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪৮.৭৫ গড়ে রান করেছেন ১৯৫। আর স্ট্রাইকরেটটাও ছিল ঈর্ষণীয়, ১৬৩.৮৬। 

  • নাজমুল হোসেন শান্ত (১৮০ রান) 

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্টে শ্রীধরণ শ্রীরাম শান্তর ব্যাপারে বেশ আশার কথা শুনিয়েছিলেন। এ বারের বিশ্বকাপে সেই আশা ভরসার প্রতিদান দিতে অন্তত চেষ্টা করেছেন নাজমুল হোসেন শান্ত। পুরো টুর্নামেন্টে ২ ফিফটিতে করেছেন ১৮০ রান। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ৭১ রানের ইনিংস খেলেছিলেন।

তবে, সুপার টুয়েলভ পর্বের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার হলেও স্ট্রাইক রেট বিবেচনায় এখনও তিনি পড়ে রয়েছেন সমালোচনার স্রোতে। এ বারের আসরে তার স্ট্রাইকরেট ছিল ১১৪.৬৪। যা, সর্বোচ্চ রান করা প্রথম ৫ ব্যাটারের মধ্যে সর্বনিম্ন।

  • কলিন অ্যাকারম্যান (১৪৮ রান)

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাচ রুপকথা মঞ্চায়নের দিনে কলিন অ্যাকারম্যান করেছিলেন ২৬ বলে ৪১ রান। ঐ ঝড়ো ইনিংসেই ১৫৮ রানের পুঁজি পেয়েছিল নেদারল্যান্ডস। আর এরপরের দৃশ্য তো সবার জানা। ম্যাচটি ১৩ রানে জিতে যায় ডাচরা।

অ্যাকারম্যান ঐ ইনিংস ছাড়াও বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন ৬১ রানের ইনিংস। তবে সে ম্যাচটিতে তিনি নেদারল্যান্ডসকে জেতাতে পারেননি। তবে ঠিকই সুপার-১২ পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার সেরা পাঁচে চলে এসেছেন তিনি। সুপার-১২ পর্বে তিনি ৩৭ গড়ে করেছেন ১৪৮ রান।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link