More

Social Media

Light
Dark

বিপিএলে রানের পাহাড়

এবছর জানুয়ারি মাসে আবারো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজি গুলো তাঁদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে গুছিয়ে ফেলেছে দল। এখন শুধু মাঠে গড়ানোর অপেক্ষা এই টি-টোয়েন্টি লিগের। বিপিএল নিয়ে অনেক আলোচন-সমালোচনা আছে। তবে বিপিএলে ভালো কিছু পারফর্মেন্সও দেখেছি আমরা।

বিপিএলে নিয়মিত রান করেছেন এমন ক্রিকেটারের সংখ্যা কম। তবে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার এই লিগেও নিজেদের সেরাটা দিয়েছেন। তাঁরাই এখন পর্যমত এই লিগের সর্বোচ্চ রান সংগ্রাহকারী। এখন পর্যন্ত বিপিএলে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের নিয়েই এই তালিকা। বলাই বাহুল্য, এই তালিকায় সবাই বাংলাদেশি।

  • মুশফিকুর রহিম

ads

ব্যাট হাতে বাংলাদেশ ক্রিকেটে অন্যতম ভরসার নাম মুশফিকুর রহিম। বিশেষ করে মিডল অর্ডারে লম্বা সময় ধরে বাংলাদেশের সার্ভিস দিয়ে যাচ্ছেন। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো ফর্মে নেই এই ব্যাটসম্যান। তবে বিপিএলে বরাবরই ধারবাহিক এই ক্রিকেটার।

বিপিএলের সবগুলো আসর মিলিয়ে এই ব্যাটসম্যান মোট ৮৫ টি ম্যাচ খেলেছেন। সেখানে ৩৭}২৮৭ গড়ে এই লিগে সর্বোচ্চ ২২৭৪ রানের মালিক তিনি। ব্যাটিং করেছেন ১৩৩.৯২ স্ট্রাইকরেটে। এই লিগে ৯৮ রানের সর্বোচ্চ ইনিংসও আছে তাঁর ঝুলিতে।

  • তামিম ইকবাল

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম ব্যাটাসম্যানের নাম তামিম ইকবাল। ওপেনিং পজিশনে তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য রান করেছেন। অবশ্য এই ব্যাটসম্যানও অনেকদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে। শেষ বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে রেখেছিলেন।

তবে এবার বিপিএল খেলবেন ঢাকার হয়ে। এর আগের আসর গুলো মিয়ে বিপিএলে মোট ৭০ টি ম্যাচ খেলেছেন তামিম। সেখানে ৩৬.৪০ গড়ে তাঁর ঝুলিতে আছে ২২২১ রান। এই লিগে সর্বোচ্চ ১৪১ রানের ইনিংসও খেলেছেন তিনি।

  • মাহমুদউল্লাহ রিয়াদ

এই মুহূর্তে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ম মাহমুদুল্লাহ রিয়াদ। লোয়ার অর্ডারে তাঁর ব্যাট থেকে বাংলাদেশ অসংখ্য ঝড়ো ইনিংস পেয়েছেন। বাংলাদেশকে অনেক ম্যাচের জয়ের বন্দরেও নিয়ে গিয়েছেন তিনি। তবে অধিনায়ক হিসেবে সময়টা খুব একটা ভালো কাটাচ্ছেন না রিয়াদ। বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাঠেও পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হয়েছে।

ওদিকে এবছর বিপিএলে রিয়াদ অধিনায়কত্ব করবেন ঢাকার হয়ে। এর আগে বিপিএলে মোট ৮২ ম্যাচ খেলা রিয়াদের ঝুলিতে আছে ১৮২০ রান। রান করেছেন ২৬.৭৬ গড় ও ১২০.৬৩ স্ট্রাইকরেটে।

  • ইমরুল কায়েস

বাংলাদেশের হয়ে লম্বা সময় ওপেন করেছেন ইমরুল কায়েস। তামিমের সাথে একমাত্র তিনিই অনেকটা সময় জাতীয় দলে থিতু হতে পেরেছিলেন। তবে নিজেকে কখনোই সেরাদের কাতারে নিয়ে যেতে পারেননি। বাংলাদেশের হয়েও আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাচ্ছেন না এখন। বিপিএলে অবশ্য নিজেকে সেরাদের কাতারেই রেখেছেন এই ওপেনার।

এই লিগের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকারী তিনি। বিপিএলে মোট ৮১ ম্যাচ খেলে তাঁর ঝুলিতে আছে ১৭৪৪ রান। বিপিএলে সর্বোচ্চ ৬৭ রানের অপরাজিত ইনিংসও খেলেছিলেন তিনি।

  • সাব্বির রহমান

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ভবিষ্যৎ হবেন বলে ভাবা হচ্ছিল সাব্বির রহমানকে। সাব্বিরের পাওয়ার হিটিং দক্ষতার কারণে আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ সুনাম করেছিলেন। জাতীয় দলের হয়ে নিজেকে প্রমাণ করেছিলেন। তবে এরপরই নানা জটিলতায় হারিয়ে যেতে থাকলেন সাব্বির। এখন তো জাতীয় দল থেকেই অনেক দূরে সরে গিয়েছেন এই ব্যাটসম্যান।

তবে বিপিএলে সর্বোচ্চ রান স্কোরারদের মধ্যে আছে তিনি। এই লিগে সাব্বির মোট ৮৫ ম্যাচ খেলেছেন। সেখানে ২২.৫৪ গড়ে করেছেন ১৬০১ রান। তামিমের পর এই তালিকায় একমাত্র তাঁর ঝুলিতেও আছে সেঞ্চুরি। সর্বোচ্চ ১২২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link