More

Social Media

Light
Dark

টেস্টের সেরা সিরিজ সেরা

টেস্ট ক্রিকেট মানেই ক্রিকেটারদের কীর্তিগাঁথা। ক্রিকেটারদের সক্ষমতা যাচাইয়ের মানদন্ডও বলা হয় টেস্ট ক্রিকেটকে। পাঁচ দিনের এই লড়াইয়ে ক্রিকেটাররা নিজেদের সামর্থ্যের পুরোটা দিয়ে চেষ্টা করেন আধিপত্য দেখাতে। আর এই আধিপত্য দেখিয়েই সিরিজ সেরা নির্বাচিত হন অনেকেই। পুরো সিরিজে অসাধারণ পারফরম করে সিরিজ সেরা নির্বাচিত হওয়াটা নেহায়েৎ ক্ষুদ্র কোনো বিষয় নয়। তবে এই ব্যাপারটাকে অনেকেই নিজের অভ্যাসে পরিণত করেছেন।

টেস্টে যারা সর্বোচ্চ সংখ্যকবার সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন তাদের নিয়েই আজকের আলোচনা। দেখে নেওয়া যাক এই তালিকায় আছেন কারা।

  • শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)

ads

সাদা পোশাকে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেটশিকারি শেন ওয়ার্ন। ওয়ার্ন নিজের লেগ স্পিন ভেলকিতে কত ব্যাটসম্যানকে নাকানিচুবানি খাইয়েছেন তার ইয়ত্তা নেই। খেলেছেন মোট ৪৬ টেস্ট সিরিজ।

এই ৪৬ সিরিজে ১৪৫ ম্যাচে শিকার করেছেন ৭০৮ উইকেট! পুরো ক্যারিয়ারে মোট আট বার তিনি জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। এই তালিকায় রিচার্ড হ্যাডলি ও ইমরান খানের সাথে যৌথভাবে তিনে অবস্থান করছেন ওয়ার্ন।

  • ইমরান খান (পাকিস্তান)

১৯৯২ এর বিশ্বকাপজয়ী সাবেক পাকিস্তানি অধিনায়ক ইমরান খান সাদা পোশাকেও ছিলেন দলের এক উজ্জ্বল তারকা। পাকিস্তানের হয়ে টেস্টে তিনি মোট আটবার সিরিজ সেরার পুরস্কার জিতেছেন।

আশি ও নব্বই দশকের মাঝের অনেকটা সময় বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবেই ছিলেন ইমরান। টেস্টে ২৮ সিরিজে ৮৮ ম্যাচে শিকার করেছেন ৩৬২ উইকেট! এর মাঝে ৮ বার সিরিজ সেরা।

  • রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড)

১৯৭৩ সালে অভিষেক আর ১৯৯০ সালে ক্যারিয়ারের ইতি। মাঝের ১৭ বছরে নিউজিল্যান্ডের পেসার রিচার্ড হ্যাডলি নিজেকে রেখে গেছেন টেস্ট ইতিহাসের অন্যতন সেরা পেসার হিসেবে।

টেস্টে প্রথম বোলার হিসেবে চারশো উইকেট শিকারের কীর্তি গড়েন হ্যাডলি। টেস্টে ৩৩ সিরিজে ৮৬ টেস্টে ৪৮১ উইকেট শিকার করেন তিনি। আর এই ৩৩ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে জিতেছেন আটবার সিরিজ সেরার পুরষ্কার।

  • জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)

সর্বকালের সেরা অলরাউন্ডারের প্রসঙ্গ আসলে নিঃসন্দেহে সবার উপরে থাকবেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস। বল-ব্যাট দুটোতেই সমানতালে পারফরম করতেন তিনি। টেস্টে ৬২ সিরিজে ১৬৬ ম্যাচ খেলেছেন ক্যালিস।

এই ৬৬ সিরিজে ক্যালিস উইকেটে নিয়েছেন ১৯২টি। এর মাঝে সাদা পোশাকে সিরিজ সেরা হয়েছেন মোট ৯ বার। সাদা পোশাকে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ সিরিজ সেরা হওয়া ক্রিকেটার। সেই তালিকায় ক্যালিসের পাশে এখন অবস্থান করছেন অশ্বিন।

  • রবিচন্দ্রন অশ্বিন (ভারত)

সাদা পোশাকে ভারতের স্পিন বিভাগের নিয়মিত মুখ রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে এখন পর্যন্ত খেলেছেন ৩১ সিরিজ। এই ৩১ সিরিজে ৮১ ম্যাচে এখন পর্যন্ত ৪২৭ উইকেট শিকার করেছেন এই অফ স্পিনার। নিজের স্পিন ম্যাজিকে ভারতকে অনেক ম্যাচেই জয় এনে দিয়েছেন তিনি।

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নির্বাচিত হন সিরিজ সেরা হিসেবে। সবমিলিয়ে মোট আটবার জিতেছেন সিরিজ সেরার পুরষ্কার। বর্তমানে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ বার সিরিজ সেরার পুরষ্কার জেতা দ্বিতীয় ক্রিকেটার তিনি। অবশ্য অশ্বিনের সামনে সুযোগ রয়েছে ক্যালিসকে টপকে যাওয়ার।

  • মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)

টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন। একমাত্র বোলার হিসেবে টেস্টে ৮০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাবেক এই স্পিনার। ৬১ টেস্ট সিরিজে ১৩৩ ম্যাচ খেলেন মুরালি। আর এই ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ বার সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন মুরালি। মোট ১১ সিরিজে তিনি সিরিজ সেরা হন। অশ্বিনের সামনে সুযোগ আছে মুরালির এই রেকর্ড টপকে নতুন রেকর্ড গড়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link