More

Social Media

Light
Dark

সোনালি হাঁসের আক্ষেপ

ক্রিকেট মাঠে রান তোলার হিড়িকটা সব ব্যাটসম্যানের মাঝেই থাকে। আর অনেক সময় প্রাপ্তির খাতাটা খালি হাতেই প্যাভিলিয়ানে ফিরতে হয় ব্যাটসম্যানদের। ক্রিকেট মাঠে অনেকেই প্রথম বলে আউট হয়ে গোল্ডেন ডাকের শিকার হন। আর ফরম্যাটটা যদি হয় টি-টোয়েন্টি; তাহলে গোল্ডেন ডাকের সম্ভাবনাটা যেন আরো বেশিই থাকে। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত এই ফরম্যাটে দ্রুত রান তোলার হিড়িকে অনেকেই প্রথম বলেই আউট হয়ে মাঠে ছাড়েন।

এই গোল্ডেন ডাকের লজ্জার তালিকায় আছেন বেশ ক’জন বাংলাদেশি ক্রিকেটারও। এদের মধ্যে অনেকেই একাধিক বা তারও বেশিবার টি-টোয়েন্টিতে গোল্ডেন ডাকের শিকার হয়েছেন। চলুন দেখে নেওয়া যাক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার গোল্ডেন ডাকের শিকার হয়েছেন কারা।

  • মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশ ক্রিকেটের সেরা অধিনায়কের কথা আসলে সবার উপরেই থাকবেন মাশরাফি মুর্তজা। বোলিং ছাড়াও লোয়ার অর্ডারে শেষদিকে ব্যাট হাতে ছোটখাটো ক্যামিও উপহার দিতেও বেশ নামডাক তাঁর। বাংলাদেশের হয়ে গোল্ডেন ডাকের লজ্জার তালিকায় সবার উপরে আছেন সাবেক এই অধিনায়ক!

ads

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫৪ ম্যাচে পাঁচবার গোল্ডেন ডাকের শিকার হয়েছেন তিনি। শেষদিকে দ্রুত রান তোলার তাড়ায় বেশ কয়েকবার প্রথম বলেই আউট হয়ে এই তালিকার শীর্ষে আছেন তিনি।

  • মুশফিকুর রহিম

বাংলাদেশ ক্রিকেটে মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম তর্কযোগ্য সাপেক্ষে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। ব্যাট হাতে দলের জয়ে সবসময়ই সেরাটা দিতে চান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে গোল্ডেন ডাকের লজ্জার তালিকায় বর্তমানে দ্বিতীয়তে আছেন তিনি! এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৮৭ ম্যাচে চারবার গোল্ডেন ডাকের শিকার হয়েছেন তিনি!

৮৭ টি-টোয়েন্টিতে ৭৮ ইনিংসে ২০ গড়ে প্রায় ১৩০০ রান করেছেন মুশফিক। এই ফরম্যাটে করেছেন পাঁচটি ফিফটিও। সবশেষ চলতি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রাচিন রবীন্দ্রর বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে গোল্ডেন ডাকে ফেরেন তিনি।

  • সাকিব আল হাসান

বাংলাদেশ নয় বিশ্ব ক্রিকেটেই বর্তমানে সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত সাকিব আল হাসান। ব্যাট, বল দুটোতেই সমান তালে পারফরম্যান্স করে বাংলাদেশকে বহু ম্যাচেই জয় এনে দিয়েছেন তিনি। সেই সাথে বিশ্ব দরবারে বাংলাদেশের হয়ে সেরাটা দিয়ে বয়ে এনেছেন সম্মান। অনেক রেকর্ড করেছেন নিজের নামে। বহু কৃতীত্বের মাঝে গোল্ডেন ডাকের রেকর্ডেও নাম আছে সাকিবের!

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি গোল্ডেন ডাকের তালিকায় মুশফিক-সৌম্যদের সাথে দুইয়ে আছেন তিনি। ৮৫ টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তিনবার গোল্ডেন ডাকের শিকার হয়েছেন এই অলরাউন্ডার।

  • সৌম্য সরকার

প্রায় সাত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেললেও জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠতে পারেননি সৌম্য সরকার। বাজে ফর্ম আর অধারাবাহিকতাই তাকে থিতু হয়ে দেয়নি দলে। টি-টোয়েন্টির গোল্ডেন ডাকের তালিকায় আছেন তিনিও। এখন পর্যন্ত ৬১ টি-টোয়েন্টি ম্যাচে তিনিও চারবার নিজের খেলা প্রথম বলেই আউট হয়েছেন।

ক্যারিয়ারের শুরুতে বেশ সম্ভাবনাময়ী ভাবা হলেও নিজেকে ধরে রাখতে পারেননি সৌম্য। তার হতাশাজনক পারফরম্যান্স দলের জন্যও নেতিবাচক প্রভাব ফেলেছে। টি-টোয়েন্টিতে ১২৪ স্ট্রাইক রেটে এখন পর্যন্ত ১১০০ এরও বেশি রান নিজের নামে করেছেন তিনি।

  • আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন ও জিয়াউর রহমান

সাবেক অফ স্পিনার আব্দুর রাজ্জাক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও খেলে যাচ্ছেন অলরাউন্ডার জিয়াউর রহমান ও রুবেল হোসেন। রাজ্জাক ও রুবেল মূলত বোলার হিসেবেও খেললেও জিয়া ছিলেন একজন অলরাউন্ডার। বাংলাদেশের হয়ে মাত্র ১৪ টি-টোয়েন্টি খেললেও এর মধ্যেই তিনবার গোল্ডেন ডাকে আউট হয়েছেন জিয়া। অপরদিকে, ২৮ টি-টোয়েন্টি ম্যাচে রুবেল ও ৩৪ টি-টোয়েন্টিতে রাজ্জাক গোল্ডেন ডাকের শিকার হয়েছেন তিন বার করে।

বর্তমানে আব্দুর রাজ্জাক বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হিসেবে কাজ করছেন। অপরদিকে, জাতীয় দলের রাডারে থাকলেও একাদশে ঠাই মেলছে না রুবেলের। আরেকদিকে, দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন অলরাউন্ডার জিয়াউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link