More

Social Media

Light
Dark

টেস্টের পঞ্চক সম্রাট

ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলগত সাফল্যটাই বাইশ গজের প্রত্যাশা। তবে, সেই যাত্রায় ব্যক্তিগত অর্জনকে একেবারে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। ব্যক্তিগত সাফল্যের হাত ধরেই তো জয়-পরাজয় মানে দলীয় সাফল্য ব্যর্থতা-নির্ধারিত হয়।

বোলারদের জন্য যেমন তাই পাঁচ উইকেট পাওয়াটাকে খুবই সম্মানজনক বলে মানা হয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটে এর গুরুত্বটা একটু বেশিই বইকি। কেননা, সাদা পোশাকের ক্রিকেটেই একজন বোলারের মানসিকতা ও চরিত্রের চূড়ান্ত পরীক্ষা হয়। আর এই পরীক্ষায় বিজয়ী হয়ে ইনিংসে পাঁচ উইকেট পাওয়াটাকে নিয়মে পরিণত করাদের নিয়েই আমাদের আজকের আয়োজন।

  • মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)

তিনি ক্যারিয়ারের কোনো সময়ই উইকেট নিতে কোনো কার্পণ্য করেননি। উইকেটের হিসাবে এই অফ স্পিনার টেস্টের সর্বকালের সেরা বোলার। ৮০০ টি টেস্ট উইকেট আছে তাঁর ঝুলিতে, এই কীর্তিকে আগে পরে আর কেউ-ই ছুঁতে পারেননি।

ads

ফলে, এই তালিকায় সবার ওপরে যে এই লঙ্কান গ্রেটই থাকবেন তা বলে না দিলেও চলে। তিনি টেস্টে ৬৭ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। পরের জনের চেয়ে তিনি ৩০ বার বেশি এই কীর্তি গড়েছেন। মুরালির এই রেকর্ড আদৌ ভাঙা সম্ভব কি না – সে নিয়ে আলোচনা চাইলে হতেই পারে।

  • শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)

সর্বকালের সেরা স্পিনার কে? – এই প্রশ্নে তর্ক বিতর্ক হতেই পারে। কিন্তু, সর্বকালের সেরা লেগ স্পিনার যে শেন ওয়ার্ন তা নিয়ে কোনো সন্দেহ নেই। অনেকেই এই অজিকে সর্বকালের সেরা স্পিনার হিসেবেও দেখেন।

ওয়ার্ন ক্যারিয়ারজুড়ে উইকেটের মিছিল ডেকে এনেছিলেন বাইশ গজে। টেস্ট ক্যারিয়ারে ৭০৮ উইকেটের মালিক এই গ্রেট ৩৭ বার এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।

  • স্যার রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড)

স্যার রিচার্ড হ্যাডলির নামটা এখানে আলাদা হাইলাইটিং দাবি করে। কারণ, সাবেক এই ব্ল্যাক ক্যাপ গ্রেট টেস্টে সর্বাধিক পাঁচ উইকেট পাওয়াদের শীর্ষ পাঁচে থাকা একমাত্র ফাস্ট বোলার ও একমাত্র অলরাউন্ডার।

তিনি টেস্ট ক্রিকেটে কেবল ৪৩১ টি উইকেটই নেননি, সাথে তিন হাজারের ওপর রানও করেছেন। ইনিংসে ৩৬ বার পাঁচ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রথম সুপারস্টার খ্যাত রিচার্ড হ্যাডলি।

  • অনিল কুম্বলে (ভারত)

নি:সন্দেহে ভারতের সর্বকালের সেরা স্পিনারদের একজন তিনি। বৈশ্বিক বিবেচনাতেও তিনি শুরুর দিকেই থাকবেন। বোলিংয়ে মারাত্মক কোনো বিষ না থাকলেও অনিল কুম্বলে ছিলেন সত্যিকারের উইকেটশিকারী, ভাল ম্যাচ রিড করতে জানতেন।

কুম্বলের ক্যারিয়ারই তাঁর স্বপক্ষে কথা বলে। ভারতের সাবেক এই টেস্ট অধিনায়ক, সাদা পোশাকে ৬১৯ টি উইকেট পেয়েছেন। এর মধ্যে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৩৫ বার।

  • রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)

রঙ্গনা হেরাথের ক্যারিয়ারটা আসলে বড় পরিসরে আলোর মুখ দেখেছে ওই মুত্তিয়া মুরালিধরনের অবসরের পর। যখন সবাই অবসরের কথা ভাবতে শুরু করেন, তখন থেকেই আসলে কিংবদন্তি হয়ে উঠেছেন হেরাথ।

আর সেটা করতে গিয়েই ৩৯৮ টি উইকেট তিনি পেয়েছেন বয়সটা ত্রিশের কোঠায় চলে যাওয়ার পর। গড় ২৭.৫২। অথচ, ৪৩৩ টি আগে। মানে এর আগে তিনি পেয়েছেন মাত্র ৩৫ টি উইকেট। এই পুরোটা সময়ে রঙ্গনা মোট ৩৪ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।

লেখক পরিচিতি

সম্পাদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link