More

Social Media

Light
Dark

নতুন নিয়মে মানিয়ে নেবেন মুমিনুলরা

প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রকোপে নাভিশ্বাস বিশ্ব। ক্রিকেটেও এসেছে এর রেশ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি রীতিমত পাঁচ নতুন নিয়মও নিয়ে এসেছে ক্রিকেটে। আর নতুন এই নিয়মে যত কষ্টই হোক মানিয়ে নিতে বদ্ধপরিকর বাংলাদেশ দল, জানালেন দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

আইসিসির পাঁচটি নিয়মের মধ্যে, বল-এ থুথু ব্যবহার নিষিদ্ধ। করোনা ভাইরাসের মধ্যে বল-এ থুথু ব্যবহারে সংক্রমণ ছড়াতে পারে, তাই এটিকে নিষিদ্ধ করেছে আইসিসি। আইসিসির ক্রিকেট কমিটির সুপারিশেই বল-এ থুথু নিষিদ্ধ করা হয়েছে।
মুমিনুল জানান, কোভিড-১৯ এর ভ্যাকসিন আবিস্কারের আগে ক্রিকেটারদের আইসিসি নতুন নিয়মের সাথে মানিয়ে নিতে হবে।

তিনি বলেন, ‘যেহেতু আমাদের এই মূর্হুতে কিছুই করার নেই। সংক্রমনের ঝুঁকি বেশি থাকায়, আমাদের নতুন নিয়মের সাথে মানিয়ে নিতে হবে। বোলাররা থুথু ব্যবহারে অনুমতি না পাওয়ায় সমস্যায় পড়বে। বল শাইন করাটা তাদের কঠিনই বটে। যাইহোক, সুরক্ষার জন্য আপনাকে মানিয়ে নিতে হবে।’

ads

পুনরায় ক্রিকেট ফিরিয়ে আনার জন্য, সকলকে নতুন নিয়মের সাথে মানিয়ে চলার আহবান জানিয়েছেন মুমিনুল। তিনি বলেন, ‘আমরা জানি না, কবে-কখন ভাইরাসটি চলে যাবে। তাই নতুন নিয়মকে স্বাগত জানানোই ভালো। আমাদের সতর্ক এবং সুরক্ষিত থাকতে হবে। কারন, আমরা জানি না, আমরা কতদিন এই পরিস্থিতিতে এভাবে থাকবো।’

আইসিসির নতুন নিয়মে করোনা বদলি খেলোয়াড় রয়েছে। যদি ম্যাচ চলাকালীন কোন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়ে পড়েন, তবে তার পরিবর্তে অন্য একজন খেলোয়াড়কে মাঠে নামানো যাবে। এ নিয়মটি শুধুমাত্র টেস্টের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এই বিষয়টি নিয়ে দ্বিধা-দ্বন্দে আছেন মুমিনুল।

তিনি বলেন, ‘আমি জানি না, কিভাবে এটি কাজ করবে। কখন-কখনও এই লক্ষন প্রকাশ হতে তিনদিন সময় নেয় এবং প্রায়ই কোন টেস্ট ম্যাচ তিনদিনে শেষ হয়। তবে আমি মনে করি, টেস্ট খেলতে গিয়ে যদি কোন খেলোয়াড় সংক্রমিত হয়, খেলোয়াড় ও অফিসিয়ালকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। তাই ম্যাচের আগে খেলোয়াড়দের পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link