More

Social Media

Light
Dark

কবে বিয়ে করবেন বাবর, জানালেন রিজওয়ান

তারকা ব্যাটার বাবর আজমের বিয়ে নিয়ে কৌতূহলের কমতি নেই ভক্ত-সমর্থকদের। এই বিষয়ে এবার একটি চমক জাগানিয়া খবর দিয়েছেন সতীর্থ মোহাম্মদ রিজওয়ান।

বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি, মুলতান সুলতানসের নেতৃত্ব দিচ্ছেন। পিএসএল খেলার মাঝেই জাতীয় দলের সতীর্থের ব্যাপারে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।

এই উইকেটরক্ষক জানান, তিনিই শাদাব খান এবং শাহীন আফ্রিদিকে দ্রুত বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, ‘শাদাব খান এবং শাহীন আফ্রিদিকে বিয়ে করতে বলেছিলাম আমি। বাবর আজমও শীঘ্রই বিয়ে করবেন। বিবাহ আল্লাহর হুকুম, স্বামী-স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র।’

ads

এই ডানহাতি আরো বলেন, ‘বাবর এবং আমার সম্পর্ক বেশ দারুণ। মাঝে মাঝে আমরা রাত জেগে থাকি আর গল্প করি। সেসময় জীবনের বিভিন্ন বিষয়ে একে অপরের সাথে পরামর্শ করি। সাধারণত আমরা কারো রুমে ঢোকার আগে মেসেজ করি। তবে বন্ধুত্বের কারণে আমি এবং বাবর যেকোনও সময় একে অপরের রুমে প্রবেশ করতে পারি।’

এরপর ক্রিকেটার তৈরির ক্ষেত্রে পিএসএলের গুরুত্ব নিয়ে কথা বলেন তিনি। তাঁর মতে করাচি, লাহোর এবং শিয়ালকোটের মত এখন মুলতানও প্রতিভাবান তরুণদের লাইমলাইটে তুলে আনার কাজ করছে।

এই তারকা ব্যাটার বলেন, ‘পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট দীর্ঘদিন ধরেই নতুন নতুন ফাস্ট বোলার তৈরি করে আসছে। একটা সময় ছিল যখন করাচি, লাহোর এবং শিয়ালকোট দুর্দান্ত ক্রিকেটার তৈরি করতো। এখন মুলতানও সেই কাজ করছে। মুলতান সুলতানস থেকে ইতোমধ্যে এহসানউল্লাহ, আসিফ আলী এবং মোহাম্মদ আলীর মতো পেসাররা উঠে এসেছেন।’

এছাড়া ক্রিকেটারদের খেলার পাশাপাশি শিক্ষা অর্জনের ব্যাপারে উৎসাহিত করেন মোহাম্মদ আবদুল। তিনি বলেন, ‘ক্রিকেটের পাশাপাশি শিক্ষা অর্জন গুরুত্বপূর্ণ। মিসবাহ উল হক, মোহাম্মদ হাফিজ এবং শান মাসুদরা এই ক্ষেত্রে উদাহরণ। পাকিস্তানের শিক্ষা ব্যবস্থায় ক্রীড়া বৃত্তি থাকা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link