More

Social Media

Light
Dark

কাপ্তান বাবরের প্রত্যাবর্তনে বিভক্ত দল!

‘দু:খজনক হলেও সত্য দলের ভেতর সমস্যা তৈরি করবার বীজ বপন করা হয়ে গেছে।’ ঠিক এভাবেই নিজের দুশ্চিন্তার কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। পাকিস্তান দলের বর্তমান ও নিকট ভবিষ্যতের পরিস্থিতি নিয়ে তিনি বেজায় চিন্তিত।

এই চিন্তার উদ্রেক ঘটেছে মূলত বাবর আজমকে পুনরায় অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার ফলে। হাফিজ মনে করেন যে প্রক্রিয়াতে বাবরকে আবার অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়েছে তা মোটেও সমীচীন নয়। মাত্র দুই মাসের মাথায় জটিল এক সিদ্ধান্ত পাল্টে ফেলা বেজায় বিপাকে ফেলবে পাকিস্তানকে।

তাইতো হাফিজ সমালোচনা করতে দ্বিধাবোধ করেননি। পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখেই তিনি জানিয়েছেন যে বাবরের ফেরার প্রক্রিয়াটা দলের ভেতর গ্রুপিং সৃষ্টি করবে। এ নিয়ে তিনি বলেন, ‘বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে অন্য কাউকে অধিনায়ক করার সিদ্ধান্ত হলে, দুই মাসের মধ্যে সে (শাহিন আফ্রিদি) কি এমন ভুল করল, আর সে (বাবর) ফিরে আসার জন্য কি এমন ঠিক কাজ করল?’

ads

নতুন অধিনায়ক হিসেবে শাহিন শাহ আফ্রিদি কেবল একটি সিরিজেই দায়িত্ব পালন করেছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে সে সিরিজে চলেছিল খেলোয়াড়দের বাজিয়ে দেখার প্রক্রিয়া। তাতে করে ৪-১ ব্যবধানে সিরিজে পরাজয় বরণ করে নিতে হয় শাহিন আফ্রিদির দলকে। নিজেকে প্রমাণ করবার সুযোগটাও বাঁ-হাতি এই পেসার পাননি ঠিকঠাক।

তাইতো হাফিজ মনে করেন জনপ্রিয়তা বিচারে বাবরকে আবারও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছে। তিনি বলেন, ‘আমি মনে করি, এই জাতীয় সিদ্ধান্তগুলি জনপ্রিয় সিদ্ধান্ত হিসেবে নেওয়া হয়, এই ধরণের সিদ্ধান্ত ক্ষতিকর, উপকারী নয়। এই সিদ্ধান্তর কারণেই দলের ভেতর কয়েকটি গ্রুপ সৃষ্টি হয়েছে।’

যদিও হাফিজ বিশ্বাস করতে চান যে ইতিবাচক কিছুই হয়ত ঘটবে। তবে সেক্ষেত্রে বাবরকেই নিজের পরিবর্তন প্রমাণ করতে হবে। তাঁকে বোঝাতে হবে, তিনি অতীত থেকে শিখেছেন। হাফিজ বলেন, ‘আমি বুঝতে পারি যে বাবর যদি তার ভুল থেকে শিক্ষা নিয়ে থাকে এবং সে যদি এখন ভালো সিদ্ধান্ত নেয় এবং সেসব কাজ করে যা সে আগে করেনি, তাহলে পরিস্থিতি আরও ভালো হতে পারে।’

তবে হাফিজ সন্দিহান অন্য আরেকটি বিষয় নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে বেশ ক’জন খেলোয়াড় নিজেদের অবসর ভেঙে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তাদের অনেককেই রাখা হয়েছে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে সিরিজে। সেটা পাকিস্তানকে বেজায় দুর্বল এক দল হিসেবেই প্রচার করছে বলে হাফিজ মনে করেন।

তিনি বলেন, ‘কিন্তু এই (নিউজিল্যান্ড) সিরিজের জন্য খেলোয়াড় নির্বাচন আপনাকে ধারণা দেবে যে একই প্রক্রিয়া আবার শুরু হয়েছে। একটি দুর্বল নিউজিল্যান্ড দলের বিপক্ষে, যেখানে ১২ থেকে ১৩ জন প্রধান খেলোয়াড় থাকছে না, সেই জন্য, আমরা সম্ভবত বাড়িতে বসে থাকা প্রত্যেক খেলোয়াড়কে বেছে নিয়েছি এবং তাদেরকে পাকিস্তানের হয়ে খেলতে বলেছি। সুতরাং, আমি মনে করি এটা একটা দুর্বল সিদ্ধান্ত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link