More

Social Media

Light
Dark

আমিরের রাগ যেন কমছেই না

চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বোলিং পারফরম্যান্সের চেয়ে নিজের আচরণগত কারণেই বারবার খবরের শিরোনাম হচ্ছেন মোহাম্মদ আমির। পিএসএল শুরু আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে নিয়ে মন্তব্য করে পড়েছিলেন প্রবল সমালোচনার মুখে।

এমনকি মাঠে বাবরের দিকে বলও ছুড়ে মেরেছিলেন আমির। এবার তাঁর বোলিংয়ে ক্যাচ মিস করায় মাঠেই নিজের মেজাজ হারালেন মোহাম্মদ আমির।

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ১৯ তম ওভারে বোলিংয়ে আসেন আমির। ব্যাটিংয়ে তখন কোয়েটা গ্লাডিয়েটর্সের অধিনায়ক সরফরাজ আহমেদ। কোয়েটাকে জিততে তখন করতে হবে ৮ বলে ১১ রান। সেই বলে সরফরাজকে পরাস্থ করেন আমির।

ads

বল ব্যাটের কাণায় লেগে মিড অফের দিকে গেলেও সঠিক সময়ে বলে কাছে পৌছাতে পারেননি ফিল্ডার তায়েব তাহির। মিস করেন ক্যাচটি। তাহিরের এমন এফোর্টে খুশি হতে পারেননি আমির। পরের বল করতে বোলিং মার্কে যাবার সময়েই অঙ্গভঙ্গিতেই তাহিরের প্রতি নিজের রাগ প্রকাশ করেন আমির।

তাহিরের এই ক্যাচ মিসের পর আর জিততে পারেনি আমিরের করাচি কিংস। এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় গ্লাডিয়েটর্স। এর ফলে আসর থেকেও বিদায় নিশ্চিত হয় করাচির।

পুরো টুর্নামেন্ট জুড়েই অধারাবাহিক ছিলো ইমাদ ওয়াসিমের করাচি। নয় ম্যাচে মাত্র দুটিতে জয় পায় করাচি। ফ্রাঞ্চাইজি সভাপতি ওয়াসিম আকরাম আর অধিনায়ক ইমাদ ওয়াসিমকেও নিয়েও তাই হচ্ছে সমালোচনা।

মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের ঘটনার জন্যই বেশি আলোচিত ছিলো করাচি কিংস। বিশেষ করে পেসার মোহাম্মদ আমির পুরো পিএসএল জুড়েই আছেন আলোচনার কেন্দ্রে।

প্রথমে বাবর আজমকে টেল এন্ডারদের সাথে তুলনা করে সমালোচনার শিকার হন আমির। এরপর একের পর এক কান্ড করে পিএসএলে বেশ সমালোচিত এই পেসার।

পাকিস্তান দল থেকে অবসর নেয়া এই পেসার আবারো পাকিস্তান দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও এমন আচরণ গত সমস্যায় পাকিস্তান দল থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছেন আমির, এমনটাই মনে করেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link