More

Social Media

Light
Dark

দেশে ফিরলেন মার্শ, অনিশ্চিত বিশ্বকাপ

তাহলে কি বড় একটা ধাক্কাই খেল অস্ট্রেলিয়া দল? ব্যক্তিগত কারণে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার মিশেল মার্শ। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) টুইটারে এই তথ্য নিশ্চিত করেছে।

মার্শের এই অনুপস্থিতি নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার জন্য একটি বড় দু:সংবাদ। আহমেদাবাদে পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের মোকাবেলা করবে অস্ট্রেলিয়া। ইতোমধ্যেই অনাকাঙ্খিত এক দূঘর্টনায় দলের ইন-ফর্ম আরেক অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আহত হয়েছে। গলফ খেলতে গিয়ে মাথায় আঘাত পাওয়া ম্যাক্সওয়েলের গ্রুপ পর্বে আর খেলা হচ্ছে না।

ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটারে মার্শ সম্পর্কে বলেছে, ‘বিশ্বকাপ দলে তার ফেরা নিশ্চিত নয়।’ ১৫ জনের দলে মার্শের পরিবর্তে কাউকে ডাকা হবে কিনা তা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

ads

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিানয়ক ৩২ বছর বয়সী মার্শ চলমান বিশ্ব কাপে বেশ ছন্দেই ছিলেন। ব্যাট হাতে ৩৬.৫০ গড়ে তিনি ২২৫ রান সংগ্রহ করেছিলেন। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে ওপেনিং জুটিতে ডেভিড ওয়ার্নারকে নিয়ে ২৫৯ রানের রেকর্ড পার্টনারশীপের ইনিংস রয়েছে। যার মধ্যে মার্শ করেছিলেন ১২১ রান।

আসছে শনিবার অস্ট্রেলিয়া দলটির প্রতিপক্ষ ইংল্যান্ড। মার্শ ও ম্যাক্সওয়েলের অনুপস্থিতিতে মার্কাস স্টোয়িনিস কিংবা ক্যামেরন গ্রিনের যেকোন একজন হয়তো ধুকতে থাকা জস বাটলারের ইংল্যান্ড দলের বিপক্ষে খেলতে পারেন। ইংল্যান্ড এ পর্যন্ত ছয় ম্যাচের মাত্র একটিতে জয়ী হয়ে ১০ দলের মধ্যে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে।

ভারতে চলমান বিশ্বকাপে ধীর গতিতে শুরুর করার পরও টানা চার ম্যাচে জয়ী হয়ে অস্ট্রেলিয়া বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link